কিছু দিন আগেই বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ জানিয়ে দেন, চলতি মৌসুম শেষে তিনি বার্সার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। এরপর থেকেই কাতালান ক্লাবটির পরবর্তী কোচ হিসেবে ডাগআউটে কে আসবেন তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়। বেশ কয়েক জন কোচের নাম ইতোমধ্যে উচ্চারিত হলেও বর্তমানে এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন প্রিমিয়ার লিগের দল ব্রাইটনের ম্যানেজার রবের্তো ডি জারবি।
মাঝে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে হেক্সা শিরোপা জেতানো কোচ হ্যান্সি ফ্লিকের ব্যাপারে ভীষণ আগ্রহী ছিল কাতালান ক্লাবটি। ফ্লিকেরও নাকি বার্সার ডেরায় পাড়ি জমাতে সবুজ সংকেত ছিল। কিন্তু পরবর্তীতে এই সম্ভাবনায় বাঁধ সেধেছেন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে নিজেই। কিছু দিন আগেই বার্সেলোনা-গেটাফের মধ্যকার ম্যাচ মাঠে বসে দেখেছেন ফ্লিকের এজেন্ট পিনি জাহাবি।
কিন্তু পরবর্তীতে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস প্রকাশ করেছে, বায়ার্নকে নিয়ে সফলতার চূড়ায় উঠলেও জার্মান জাতীয় দলকে নিয়ে তার বাজে পারফরম্যান্সের কারণেই তার থেকে আগ্রহ হারিয়েছে বার্সেলোনা সভাপতি। অন্যদিকে পছন্দের শীর্ষে থাকা রবের্তো ডি জারবির ফুটবল দর্শনের সাথে বার্সেলোনার ফুটবল দর্শনও বেশ ভালোভাবে মিলে যায়।
এর আগে সাসসুয়োলো ও শাখতার দোনেৎস্কের দায়িত্ব সামলানো এই কোচ ২০২২ সাল থেকে প্রিমিয়ার লিগের দল ব্রাইটনের ডাগআউটে এসে চমক দেখিয়ে যাচ্ছেন। ছোট ক্লাবগুলোয় সফলতার সাথে নান্দনিক ঘরানার ফুটবল খেলানোর বৈশিষ্ট্যের কারণেই তার উপর বার্সার আগ্রহ আরও বেড়েছে।
এএস এর তথ্য মতে, ডি জারবির প্রতিনিধির সাথে সম্প্রতি বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো আলোচনায়ও বসেছিলেন। আর এতেই বোঝা যায়, তাকে পেতে কাতালানরা কতটা উন্মুখ হয়ে আছে। কিন্তু সমস্যা হলো ডি জারবির বর্তমান ক্লাব ব্রাইটনের সাথে তার ২০২৮ সাল পর্যন্ত আুক্তি রয়েছে যার রিলিজ ক্লজ হলো ১০ মিলিয়ন ইউরো। তাই তাকে দলে ভেড়াতে ট্রান্সফার ফি গুনতে হবে আর্থিক সংকটে ভোগা লিও মেসির সাবেক ক্লাবকে।
বার্সা কোচের সংক্ষিপ্ত তালিকায় এ দু’জনের বাইরেও তাদের সাবেক দুই ফুটবলার রাফায়েল মার্কুয়েজ ও থিয়াগো মোত্তার নাম বিবেচনায় ছিল। পিএসজি কোচ লুইস এনরিকে ও আর্সেনালকে নতুন করে স্বপ্ন দেখানো মিকেল আর্তেতাও ছিলেন। কিন্তু এ দু’জনের কাউকে আপাতত বার্সায় নিয়ে আসাটা কিছুটা অসম্ভবই হবে তাদের জন্য।
আরও পড়ুন: ক্যামেরুন গ্রিনের ১৭৪ রানে বড় লিড পেল অস্ট্রেলিয়া
ক্রিফোস্পোর্টস/১মার্চ২৪/এমএস/এফএএস