ফুটবল খেলার মাঝেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন দুই দলের খেলোয়াড়রা, এমন ঘটনা নতুন নয়। তেমনই এক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। যে ভিডিও দেখে সেটিকে কোন ফুটবল ম্যাচের থেকে বক্সিং মঞ্চ বেশি মনে হচ্ছিল।
ভিডিওতে দেখা যাচ্ছে, সাইড লাইনের ধারে এক ফুটবলারকে বাজে ভাবে ফাউল করেন প্রতিপক্ষ দলের আরেক ফুটবলার। এতে করে সূত্রপাত ঘটে সংঘর্ষের। দুই দলের মাঠ ও বেঞ্চ ফুটবলাররা জড়িয়ে পড়েন মারামারিতে। যেখানে লাথি, কিল, ঘুষি বাদ যায়নি কিছুই। ঝামেলা থামাতে গিয়ে মার খেয়েছেন দু’দলের কয়েক জন খেলোয়াড় ও রেফারি।
তবে ফুটবল ম্যাচটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে বোঝা যায় সেটি কোন পেশাদার ফুটবল লিগের ম্যাচ ছিল। সেই ঘটনার পরবর্তীতে কি হয়েছে বা কোন শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে সম্পর্কেও কোন তথ্য জানা যায়নি।
Yellow card for simulation pic.twitter.com/qsfYnQ0TiO
— Dirty Footballer 👊 (@DirtyFootbaIIer) January 8, 2024
চলতি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতেও এমন গন্ডগোল বা ঝামেলার ঘটনা ঘটতে দেখা গেছে। লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা বনাম উরুগুয়ের ম্যাচেও দু’দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর আগে মারাকানায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও সংঘর্ষের ঘটনা দেখা যায়।
আরও পড়ুন: ফুটবল ছেড়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সাফজয়ী স্বপ্না
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৪/এফএএস