নানা নাটকীয়তা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হতে যাচ্ছে মহাদেশীয় ফুটবল মহারণ। আজ (রোববার) রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে মোকাবিলা করবে স্পেন। আর আগামীকাল (সোমবার) ভোরে লাতিনের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এই দুই হাইভোল্টেজ ম্যাচের আগে মাঠের বাইরে কথার লড়াইয়ে মেতেছে ভক্ত-সমর্থকেরা। কেউ কেউ বলছে লাতিনের শ্রেষ্ঠত্বের মুকুট জিতবে আর্জেন্টিনা, কেউ কেউ বলছে কলম্বিয়া। এদিকে ইউরোতে কেউ কেউ বলছে শিরোপা জয় করবে স্পেন। আবার কেউ কেউ বলছে ‘ইটস কামিং হোম’ অর্থাৎ যেখানে আধুনিক ফুটবলের জন্ম, সেই ইংল্যান্ডেই আসছে শিরোপা।
আর্জেন্টিনা নাকি কলম্বিয়া এবং স্পেন নাকি ইংল্যান্ড, দুই ফাইনালের মহারণের আগে পাঠক পুল জরিপ করেছে ক্রিফোস্পোর্টস। যেখানে পাঠকের ভোটে ফাইনাল জয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা ও স্পেন।
আরও পড়ুন:
» সুয়ারেজের গোলে সমতা, টাইব্রেকারে কানাডাকে হারাল উরুগুয়ে
» আর্জেন্টিনার জার্সিতে যতগুলো ফাইনাল খেলেছেন মেসি
ক্রিফোস্পোর্টসের পাঠক পুল জরিপে দেখা যায় মোট ৮৯১ ভোটের মধ্যে আর্জেন্টিনার শিরোপা জয়ের পক্ষে ভোট পড়েছে ৭৮ শতাংশ। বিপরীতে কলম্বিয়া পেয়েছে ২২ শতাংশ ভোট।
অন্যদিকে স্পেন-ইংল্যান্ডের পুল জরিপে মোট ভোট পড়েছে ২৯৩টি। যার মধ্যে স্পেন পেয়েছে ৭৯ শতাংশ এবং ইংলিশরা পেয়েছে কেবল ২১ শতাংশ ভোট।
পাঠকের পুল জরিপে দুই মহাদেশে আর্জেন্টিনা ও স্পেন শিরোপা জয়ে ফেবারিট হলেও মাঠের খেলাতেই নির্ধারিত হবে কাদের ঘরে ভিড়ছে শিরোপা। কোপায় আর্জেন্টিনার ১৬তম নাকি কলম্বিয়ার দ্বিতীয়, অন্যদিকে ইউরোতে স্পেনের চতুর্থ নাকি ইংল্যান্ডের প্রথম শিরোপা জয়। সবমিলিয়ে এক জমজমাট ফাইনাল দেখার অপক্ষায় ফুটবলপ্রেমীরা।
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৪/বিটি