Connect with us
ফুটবল

ইউরোপ-আমেরিকায় ফুটবল বসন্ত, এক নজরে ফাইনালের সময় সূচি

Euro cup and Copa America
ইউরো ট্রফি ও কোপা আমেরিকা ট্রফি। ছবি - সংগৃহীত

প্রায় এক মাস তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর এখন শেষের পথে। ইউরো চ্যাম্পিয়নশীপ ও কোপা আমেরিকা – এই দুই টুর্নামেন্টেরই শুধু শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি বাকি রয়েছে। ইউরোতে মুখোমুখি হবে দুই জায়ান্ট স্পেন ও ইংল্যান্ড। অন্য দিকে কোপা আমেরিকার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা কলম্বিয়া।

ইউরো চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে গতকাল রাতে (বুধবার) নিজেদের জায়গা চূড়ান্ত করেছে ইংল্যান্ড। দলটি সবশেষ আসরেও ফাইনাল খেলেছিল কিন্তু টাইব্রেকারে হারতে হয় তাদের। গতকাল নেদারল্যান্ডসকে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দুই ইউরোর ফাইনালে চলে গেল ইংলিশরা। ইউরোর ফাইনালে সাউথগেটের দলের প্রতিপক্ষ উড়ন্ত ফর্মে থাকা স্পেন।

ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায়। সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটির ভেন্যু জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়াম।

আরো পড়ুন : ভারতের কোচ হিসেবে যেসব সুবিধা পাচ্ছেন গৌতম গম্ভীর

অপরদিকে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি হবে আগামী সোমবার ১৫ জুলাই ভোর ৬ টায়। এদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ সবশেষ প্রায় ৩০ ম্যাচ ধরে অপরাজিত থাকা কলম্বিয়া। আজ আসরের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা থেকে আর মাত্র এক ম্যাচ দূরে আছে তারা। দলের দুই তারকা হামেস রদ্রিগেজ-লুইস দিয়াজরাও আছেন দারুণ ছন্দে। কলম্বিয়ার দলপতি হামেস তো টুর্নামেন্টে খেলা পাঁচ ম্যাচের চারটিতেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি শুরু হবে আগামী ১৫ জুলাই (সোমবার) ভোর ৬ টায়। শিরোপা নির্ধারণী ম্যাচটি যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল