
ইউরোপিয়ান প্রতিযোগিতার তৃতীয় লিগ উয়েফা কনফারেন্স লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের বিশ্বরেকর্ড গড়েছেন আয়ারল্যান্ডের মাইকেল নুনান। কনফারেন্স লিগে আইরিশ ক্লাব শার্মক রোভার্সের হয়ে নরওয়েজিয়ান ক্লাব মোলদের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন এই তরুণ। তবে রাতে বিশ্বরেকর্ড গড়ে সকালেই স্কুলে হাজিরা দিতে যেতে হয়েছে আইরিশ ফুটবলারকে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উয়েফা কনফারেন্স লিগ প্লে-অফের প্রথম লেগের ম্যাচে মোলদের মুখোমুখি হয় শার্মক রোভার্স। ম্যাচের ৫৭ মিনিটে দলকে প্রথম গোলটি এনে দেন নুনান। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারী দলটি। এর ফলে নরওয়েজিয়ান ক্লাবটিকে তাদের ঘরের মাঠে হারানোর নায়ক বনে যান এই তরুণ।
ম্যাচ শেষে ডাবলিনে ফিরেই পরদিন সকালে ক্লাস করতে স্কুলে যান নুনান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নুনানের স্কুলে যাওয়ার একটি ছবি পোস্ট করে তার মা স্যান্ডি নুনান লেখেন, ‘এবং ফিরে এসেই সে আবার স্কুলে যাচ্ছে…।’

নুনানকে নিয়ে তার মায়ের টুইট। ছবি- সংগৃহীত
শার্মক রোভার্সের হয়ে নুনান জয়সূচক গোলটি করেন ১৬ বছর ১৯৭ দিন বয়সে। ২০২১ সাল থেকে চালু হওয়া কনফারেন্স লিগে নুনানই এখন সর্বকনিষ্ঠ গোলদাতা।
আরও পড়ুন:
» দেড়শ করে গেইল-কোহলিদের পেছনে ফেললেন জিম্বাবুয়ের ব্যাটার
» বার্সেলোনার হয়ে ইউরোপে ফিরতে চান নেইমার!
এর আগে স্কটিশ ফরোয়ার্ড জেমস উইলসনের দখলে ছিল এই রেকর্ডটি। স্কটিশ ক্লাব হার্ট অব মিডলোথিয়ানের হয়ে খেলা এই তরুণ গত ডিসেম্বরে মলদোভার ক্লাব পেত্রোকাবের বিপক্ষে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করেছিলেন। তখন তার বয়স ছিল ১৭ বছর ২৮৮ দিন।
তবে সব মিলিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোল করা দ্বিতীয় সর্বকণিষ্ঠ খেলোয়াড় এখন নুনান। এখনও সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডটি ঘানার সাবেক মিডফিল্ডার নিল ল্যাম্পতের দখলে। ১৯৯১ সালে উয়েফা কাপে (ইউরোপা লিগ)অ্যান্ডারলেখটের হয়ে রোমার বিপক্ষে গোল করেছিলেন ল্যাম্পত। তখন তার বয়স হয়েছিল ১৬ বছর ১০০ দিন।
ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৫/বিটি
