Connect with us
ক্রিকেট

বাংলাদেশের হয়ে যে রেকর্ডে শীর্ষে রিশাদ

Rishad Hossain
রিশাদ হোসেন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে ডজন ডজন অফ স্পিনারের আবির্ভাব ঘটলেও লেগ স্পিনার ছিল বিরল। প্রায় এক দশক ধরে ভালো মানের লেগ স্পিনারের অভাব ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সেই অভাব পূরণে আশার আলো দেখাচ্ছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের সর্বোচ্চটা দিয়ে জাতীয় দলে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই অলরাউন্ডার।

দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন রিশাদ। আন্তর্জাতিক ক্রিকেট তো বটে ঘরোয়া লিগও তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। তবে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে অন্য এক রিশাদ আবিষ্কার করেছেন। এই কোচের ছোঁয়া পেয়ে দুর্দান্ত পারফচম্যান্স করছেন রিশাদ। বাংলাদেশ দলের লেগ স্পিনারের অনেকটাই ঘাটতি পূরণ করছেন এই তরুণ অলরাউন্ডার।

শনিবার (২৫ মে) যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। সিরিজের এই শেষ ম্যাচে রান দেওয়াতে কৃপণতা করে প্রতিপক্ষকে চাপে ফেলেন রিশাদ হোসেন। সেই ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়েছেন রিশাদ। সেই সাথে তুলে নিয়েছেন ১ উইকেট।

কার্পণ্য বোলিং করে রেকর্ড করেছেন রিশাদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডে এখন শীর্ষে এই লেগ স্পিনার। এতদিন এই রেকর্ডটি মাহমুদউল্লাহ রিয়াদের দখলে ছিল। তিনি ২০১৪ বিশ্বকাপে মিরপুরে ৪ ওভার বল করে মেডেনসহ ৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেছিলেন।

যুক্তরাষ্ট্রের সিরিজের শেষ ম্যাচে ১৭ টি ডট দেন এই স্পিনার। বাকি ৭ বল থেকে প্রতিটা বলে এক রান করে নিতে পেরেছিল স্বাগতিক ব্যাটাররা। ২৪ বলে একটিও বাউন্ডারি মারতে দেননি এই লেগি।

পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে প্রথম আক্রমণে আসেন রিশাদ। সে ওভারে দেন মাত্র দুই রান। এরপরে রিশাদের কৃপণতা আরো বেড়ে যায়। পরের ওভারে এসেই মেডেন নেন তিনি। নিজের তৃতীয়তম ওভারের দ্বিতীয় বলে মিনিন্দ কুমারকে ফেরান রিশাদ। এরপর আরও ১৩ টি বল ডট দেন এই তরুণ ক্রিকেটার।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন না কোহলি? 

ক্রিফোস্পোর্টস/২৬মে২৪/এইচআই/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট