দুয়ারে কড়া নাড়ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরে বাংলাদেশের মাটিতে পর্দা উঠবে বিশ ওভারি ক্রিকেটের এই মেগা ইভেন্টের। বৈশ্বিক এই আসরটি সামনে রেখে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অজি মেয়েরা। এর আগে ২০১৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ঢাকায় এলেও দ্বিপক্ষীয় সিরিজে অস্ট্রেলিয়া নারী দলের এটিই প্রথম সফর।
গতকাল শনিবার (১৬ মার্চ) মধ্যরাতে ঢাকায় অবতরণ করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের একটি অংশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সাদা বলের দুই ফরমেটের সিরিজ খেলবে অজি মেয়েরা। যেখানে টাইগ্রেসদের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। উভয় ফরমেটেই বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
আগামী ২১ মার্চ থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেহেতু ৫০ ওভারের ম্যাচগুলো ২০২২-২৫ ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হবে, তাই দুদলের জন্যেই এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। ওয়ানডে সিরিজের পরবর্তী দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
আরও পড়ুন :
নারী আইপিএলের ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (১৭ মার্চ ২৪)
অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে বাংলাদেশ, এক নজরে পূর্ণাঙ্গ সিরিজ সূচি
আইপিএলে শিরোপা খরা ঘোচাতে পারবে কোহলি-ডু প্লেসির ব্যাঙ্গালোর?
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা : লিটন আউট জাকের ইন
পিএসএল: মোহাম্মদ আমিরদের বিদায় করলো ইসলামাবাদ
ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া নারী দলের মুখোমুখি হবে নিগার সুলতানারা। ৩১ মার্চ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী দুই ম্যাচ মাঠে ঘোরাবে ২ ও ৪ মার্চ। মিরপুরের একই মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। যেখানে সংক্ষিপ্ত ফরমেটের এই ম্যাচগুলো মাঠে করাবে বেলা ১২টায়।
প্রায় এক দশক পর ঘরের মাঠে অজি মেয়েদের বিপক্ষে সিরিজ সামনে রেখে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এদিকে অস্ট্রেলিয়া দলের বাকি সদস্যরাও আজকের মধ্যে বাংলাদেশে চলে আসবে এমনটাই জানা গেছে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকী, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজা।
স্ট্যান্ডবাই: শরিফা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা ও লতা মন্ডল।
অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড: অ্যালিসা হিলি (অধিনায়ক), গ্রেস হ্যারিস, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম ও টায়লা ভ্লাইমিঙ্ক। এছাড়া গ্রেস হ্যারিস (কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলবেন)।
আরও পড়ুন :
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব বিভাগেই অবদান রাখতে চান সাকিব
রিয়াল মাদ্রিদ-ম্যানসিটির পৃথক ম্যাচসহ আজকের খেলা (১৬ মার্চ ২৪)
দ্রুততম ২ হাজার রানের ক্লাবে সৌম্য
সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পিএসএলে টানা ৪ ফাইনালে রিজওয়ানের দল, অপেক্ষায় বাবর আজমরা
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এফএএস