গত ম্যাচে রিংকু ম্যাজিকে গুজরাট টাইটান্সের বিপক্ষে জেতা কলকাতা নাইট রাইডার্সের আত্মবিশ্বাস ছিল উইনিং কম্বিনেশনে।
শুক্রবার রাতে সাইনরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস জিতে দলে কোনো পরিবর্তন ছাড়াই ফিল্ডিয়ে নামার কথা জানান নাইট দলপতি। আর এতেই হৃদয় ভাঙে টাইগার ক্রিকেটার লিটন কুমার দাস ভক্তদের। ঘটা করে লিটনকে উড়িয়ে নিলেও এই ম্যাচে তাকে সাইড বেঞ্চেই রেখেছে কলকাতা।
তবে এই ম্যাচে চার বিদেশিকে খেলিয়েছে কেকেআর। এ জন্য লিটনকে না নিয়ে আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান রাহমানউল্লা গুবরাজে ভরসা করেছিল নাইটরা। তবে এদিন ভরসার প্রতিদান দিতে পারেননি তরুণ গুবরাজ। ওপেনিংএ নেমে ৩ বল খেলে শূন্য রানে আউট হয়েছেন তিনি। এছাড়াও বাকি ৩ বিদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন সুনিল নারিন, আন্দ্রে রাসেল। এই দুই ওয়েস্টইন্ডিয়ান অলরাউন্ডার দলকে হতাশ করে ফিরেছেন, ০, ৩ রানে।
যদিও ব্যাটিং ধসের দিন ইমপ্যাক্ট প্লেয়ার সুবিধা নিয়ে লিটনকে মাঠে নামাতে পারতো কেকেআর, তবে তারা সেই সুবিধাটি নেয়নি। তবে দিন শেষে ২৩ রানের আক্ষেপে পুড়েছে নাইট শিবির।
এদিন টস হেরে শুরুতে ২২৮ রানের রান পাহাড় দাড় করায় হায়াদ্রাবাদ। তবে বিশাল এ টার্গেটের সামনে আত্মবিশ্বাসী কলকাতায় এবার নায়ক হতে পারলেন না রিংকু। গত ম্যাচে শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কা মেরে অবিশ্বাস্য জয় উপহার দেওয়া রিংকু এবার পারলেন না। ২৩ রানে ম্যাচটি হেরে গেছে কলকাতা।
রিংকুর ৫৮ রানের অপরাজিত ইনিংসের পরও ৭ উইকেটে কলকাতার রানের চাকা থামে ২০৫ রানে।
এদিন ইডেন গার্ডেনসে এবারের আইপিএলের ১৯তম এ ম্যাচে বড় লক্ষ্যের বিপরীতে খেলতে নেমে কলকাতার শুরুটা ছিল ভীষণ বাজে। ২০ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে নাইট শিবির।
খাদের কিনারা থেকে দলটিকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছেন নারায়ণ জগদীশান ও অধিনায়ক নীতিশ রানা। ২৯ বলে দু’জনের ৬৯ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে উঠে কেকেআর। পরে রিংকুকে নিয়ে অধিনায়ক নীতিশ ইডেনে ঝড় তুলেন। ৩৯ বলে ৬৯ রানের জুটি গড়ে ফিরে যান কাপ্তান নীতিশ। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭৫ রান করেন অধিনায়ক।
এরপর আবারও ছন্দ হারায় দলটি। ম্যাচ জিততে হলে শেষ ওভারে প্রয়োজন ছিল ৩২ রানের। কিন্তু এবার অবিশ্বাস্য কিছু পারেননি রিংকু সিং। শেষ চার বল খেলার সুযোগ পেয়ে হাকিয়েছেন একটি ছক্কা! ম্যাচে রিংকু ৫৮ রানে অপরাজিত ছিলেন।
এদিন কলকাতার টপ অর্ডার ধসিয়ে দেন মার্ক ইয়ানসেন। ৩৭ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন তিনি।
অপরদিকে টস হেরে ব্যাটিং করে রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। ১৩ কোটি ২৫ লাখ টাকায় কেনা হ্যারি ব্রুক বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি উপহার দিয়েছেন। তার ৫৫ বলে খেলা ১০০ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ২২৮ রানের পাহাড় গড়ে তারা।
ম্যাচে কলকাতার হয়ে চার বিদেশির মধ্যে শুধুমাত্র আন্দ্রে রাসেল ২২ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া সুনিল নারিন ৪ ওভারে ২৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। আর ফার্গুসন ২ ওভারেই দিয়েছেন ৩৭ রান। তিনিও ছিলেন উইকেট শূন্য। এবার যেন মুদ্রার উল্টো পিঠই দেখল নাইটরা।
এবারের আসরে ৪ ম্যাচ খেলে ২টি জয় ও ২টি হারে টেবিলের ৪ নম্বরে কলকাতা। সমান ম্যাচে একই ফলাফলে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে তালিকায় ৭ নম্বরে হায়দ্রাবাদ। ১ নম্বরে রাজস্থান।
সংক্ষিপ্ত স্কোর:
সানরাজার্স হায়দ্রাবাদ: ২২৮/৪ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স: ২০৫/৭ (২০ ওভার)
ফলাফল: সানরাজার্স হায়দ্রাবাদ ২৩ রানে জয়ী।
আরও পড়ুন: বাফুফে সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করল ফিফা
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৩/এসএ