Connect with us
ক্রিকেট

লিটন দাসের পরিবর্তে ঢাকার নেতৃত্বে বিদেশি ক্রিকেটার

ঢাকা ক্যাপিটালসে লিটন দাস। ছবি- ঢাকা ক্যাপিটালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হতে বাকি আর মাত্র ২৪ ঘন্টা। আয়োজকরা যেমন টুর্নামেন্ট সুন্দরভাবে এগিয়ে নিতে সেরে নিচ্ছে নিজেদের শেষ সময়ের প্রস্তুতি, ফ্র্যাঞ্চাইজি গুলোও নিজেদের ঝালিয়ে নিচ্ছে মাঠে এবং মাঠের বাইরে। টুর্নামেন্ট শুরুর আগের দিন সেই ধারাবাহিকতায় ঢাকা ক্যাপিটালস প্রকাশ করল নিজেদের অধিনায়কের নাম।

দেশি-বিদেশি অসংখ্য তারকা ক্রিকেটার নিয়ে দল গঠন করেছেন অভিনয় জগতের মহাতারকা শাকিব খান। আর তার এই দলে লোকাল ক্রিকেটারদের মধ্যে অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার লিটন কুমার দাস। সম্প্রতি তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে টাইগাররা। তাই ধারণা করা হচ্ছিল ঢাকার নেতৃত্বে আসতে পারেন লিটন।

তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা ক্যাপিটালস জানিয়ে দিয়েছে তাদের অধিনায়কের নাম। যেখানে আসন্ন মৌসুমে ঢাকার এই ফ্র্যাঞ্চাইজি দলকে কোন দেশি ক্রিকেটার নেতৃত্ব দেবেন না; বরং থাকছেন একজন লকান ক্রিকেটার। তিনি আর কেউ নন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক থিসারা পেরেরা। এই লঙ্কান অলরাউন্ডারের ওপরেই ভরসা রাখতে চাইছেন ঢাকার টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:

» জানা গেল বিপিএলের টিকিটের মূল্য, কেনা যাবে যেভাবে

» বিপিএলে অনিশ্চিত সাকিব এবার দল পেলেন লিজেন্ডস লিগে

এর আগে গতকাল বাংলাদেশে পৌঁছে ঢাকা ক্যাপিটালসের দলে এসে যোগ দিয়েছেন পেরেরা পেরেরা। তখন তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার একটি ছবি পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি ফেসবুকে লিখে, ‘বিশ্ব চ্যাম্পিয়ন, আমাদের পেস অলরাউন্ডার এবং বিগ হিটার থিসারা পেরেরা চলে এসেছেন।’ আগামীকাল উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুরের বিপক্ষে মাঠে নামবে পেরেরার ঢাকা।

ঢাকা ক্যাপিট্যালস স্কোয়াড-

দেশি খেলোয়াড়: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান,  শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান

বিদেশী খেলোয়াড় : থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া), শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)। 

ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট