Connect with us
ক্রিকেট

আইপিএল থেকে বড় দুঃসংবাদ পেল বিদেশি ক্রিকেটাররা

Mustafizur
মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। ছবি: সংগৃহীত

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বিদেশি ক্রিকেটারদের প্রতি কঠোর হতে যাচ্ছে কর্তৃপক্ষ। আইপিএলে দলে পেয়েও যে খেলোয়াড় নিজের নাম সরিয়ে নিবে সে দুই বছর অন্যতম সেরা এই টুর্নামেন্টে খেলতে পারবেন না।

মূলত ব্যক্তিগত বা আশানুরূপ পরিশ্রমিক না পেয়ে অনেক খেলোয়াড় আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেয়। এতে ফ্রাঞ্চাইজিগুলোর গোটা আসর নিয়ে যে পরিকল্পনা থাকে তা ভেস্তে যাই। পুনরায় পরিকল্পনা করতে বা নতুন খেলোয়াড় দলে ভেড়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের। অবশ্য না খেলার বৈধ ও যুক্তিসঙ্গত কারণ দেখালে ছাড় পেতে পারেন খেলোয়াড়রা। এক্ষেত্রে হোম বোর্ডের পক্ষ থেকে সনদ আসার পরেই তা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: মেসির গোলে হার এড়ালো মায়ামি

আইপিএল ২০১৮ তে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে ৯.৪ কোটি রুপিতে কেনা হয়ে ছিল। কিন্তু আইপিএল শুরুর পূর্বেই নিজের নাম সরিয়ে নেন। এতে সমস্যায় পড়তে হয়েছিল ওই ফ্রাঞ্চাইজিটির। এছাড়াও ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক এমন ঘটনার জন্ম দিয়েছিলেন। দিল্লি ক্যাপিটালস ব্রুককে ২০২৪ আইপিএলের আগে ৪ কোটি রুপিতে কিনলেও পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে যান।

গতকাল (শনিবার) আইপিএলের গভর্নিং কাউন্সিল সভা হয়। এই সভায় আইপিএলের আসন্ন আসরের রিটেনশন, নিলামসহ বেশকিছু বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বিদেশি ক্রিকেটারদের নাম সরিয়ে নেওয়া কথা উঠে। এ বিষয়ে ফ্রাঞ্চাইজিগুলো জানায়, আইপিএল শুরুর বা মাঝের দিকে কোন খেলোয়াড় নাম সরিয়ে নিলে ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। এই সব দিক বিবেচনা করে দুই বছর আইপিএল খেলতে পারবে না এমন শাস্তি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট