Connect with us
ক্রিকেট

বিপিএলে আলো ছড়াবেন বিদেশি ফুটবলার-হলিউড তারকা!

Bpl trophy celebration
বিপিএল শিরোপা উদযাপন। ছবি- সংগৃহীত

আসন্ন বিপিএলকে জাঁকজমক ভাবে আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই নতুন নতুন নানা পরিকল্পনার কথা জানাচ্ছে বিসিবি। যেখানে সরাসরি নিজস্ব পরিকল্পনা ও দিকনির্দেশনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস। যিনি প্যারিস অলিম্পিকের মতো বৈশ্বিক আয়োজনের পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন।

এমন গুণীজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন বিপিএলকে আরও এক ধাপ উপরে নিয়ে যেতে চায় বিসিবি। এই টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ক্রিকেট বোর্ড কার্যালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সম্প্রচার স্বত্বাধিকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ক্রিকেট বোর্ড।

আজ সোমবার মিরপুরে গণমাধ্যমকে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘নিজের উদ্যোগেই প্রধান উপদেষ্টা এগিয়ে আসছেন। তারা বিশেষভাবে এই আয়োজন নিয়ে কাজ করছেন। কীভাবে আন্তর্জাতিক মানের ব্রান্ড করে তোলা যায়, কীভাবে এটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, বিশ্ব যেন দেখে বাংলাদেশের তরুণেরা কী করতে পারে, বাংলাদেশের খেলা কেমন।’

বিপিএলকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে এর ব্র্যান্ডিংয়ে বৈশ্বিক কোনো তারকাকে বিপিএলে আনার পরিকল্পনা আছে কিনা সে প্রশ্নে ফাহিম বলেন, ‘অবশ্যই আছে। ক্রিকেট হতে পারে ক্রিকেটের বাইরে অন্য খেলা হতে পারে। খেলার বাইরে অন্য কেউ হতে পারে। অনেকগুলো মন্ত্রণালয় যুক্ত থাকবে। অনেক বড় করে করা হচ্ছে এবার। আশা করছি তারাও এখানে ইনভেস্ট করবেন।’

আরও পড়ুন:

» নতুন করে দুঃসংবাদ পেলেন সাকিব

» কলকাতা থেকে বাদ পড়ে যা বললেন স্টার্ক

বিশ্বের বিপিএল কে ছড়িয়ে দেওয়ার কথা বললেও বৈশ্বিক সকল টিভি চ্যানেলে এই আয়োজন দেখানো সম্ভব হবে বলেও মনে করেন না ফাহিম। তবে তিনি বিশ্বাস করেন বৈশ্বিক তারকারা এই টুর্নামেন্টে আসলে বিশ্ব মিডিয়ার ফোকাসে থাকবে বিপিএল। বৈশ্বিক ভিন্ন মাধ্যমে তারকা আনার বিষয়ে সাংবাদিকদের সামনে কথা বলেছেন এই বিসিবি পরিচালক।

‘আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যদি মাঠে আসেন, উনি যদি বক্তব্য দেন। আমরা যদি দেখি বিদেশি কোনো হলিউড অভিনেতা বা নামকরা কোনো ফুটবলার এখানে এসেছে, এটার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, এটা নিশ্চয়ই মিডিয়াতে আসবে। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে বিশ্বজুড়ে প্রচার করার। আমার ধারণা এতদিন যা করতে পেরেছি, এবার তার চেয়ে অনেক বেশি করতে পারব।’

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট