Connect with us
ক্রিকেট

ভারত ম্যাচের আগে নাহিদ রানাকে নিয়ে আগ্রহ বিদেশি গণমাধ্যমের

Nahid Rana_CT
নাহিদ রানা। ছবি- আইসিসি

একটা সময় বাংলাদেশের বোলিং বিভাগে নেতৃত্ব দিয়েছেন স্পিনাররা। পেস বিভাগে বিভিন্ন সময়ে ভালো ভালো বোলার থাকলেও স্পিনারদের ওপরই নির্ভর করতে হতো টাইগারদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে বোলিং বিভাগেও দারুণ পরিবর্তন এসেছে। স্পিনের পাশাপাশি পেস বিভাগেও এখন বেশ সমৃদ্ধ টিম টাইগার্স।

গত কয়েক বছরে বেশ কয়েকজন পেসার পেয়েছে বাংলাদেশ দল। একটা সময় ছিলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। এই গত দশ বছরে তারা বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন। গত দুই-তিন বছরে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবের মতো তরুণ পেসাররা। আর তালিকায় সবশেষ সংযোজন নাহিদ রানা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাসকিন, মুস্তাফিজ, তানজিমদের সঙ্গে তার জায়গা হয়েছে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবাইকে ছাপিয়ে আগ্রহের তুঙ্গে নাহিদ। তবে কেন তাকে নিয়ে এত আগ্রহ? এর পেছনে মূল কারণ হতে পারে তার গতি। বর্তমানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার নাহিদ। গতির ঝড়ে অল্প বয়সেই বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন তিনি। তাই বাংলাদেশি এই এক্সপ্রেস পেসার এবং বাংলাদেশের পেস বিভাগ নিয়ে আগ্রহ অনেকের।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফি: উদ্বোধনী ম্যাচেই ফিফটি, প্রথম উইকেট পেলেন কে?

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে কেন ফেভারিট বললেন বাশার? 

অপেক্ষার প্রহর শেষে আজ থেকে মাঠে গড়িয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর কালই নিজেদের প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এর আগে আজ (বুধবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সময় বাংলাদেশের পেস বিভাগ এবং নাহিদ রানাকেই নিয়ে বেশি আগ্রহ ছিল বিদেশি গণমাধ্যমগুলোর। এ প্রসঙ্গেই বেশিরভাগ প্রশ্ন করেছেন তারা।

ভারত ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টে খেলতে পারেন নাহিদ। তবে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট, সেইসঙ্গে প্রথম ম্যাচেই ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষ পেয়ে নাহিদ অনেকটা চাপেই থাকতে পারেন। তবে শান্ত বলছেন, রানা নরমাল আছেন এবং ভারত ম্যাচ নিয়ে কোনো চাপে নেই।

শান্ত বলেন, ‘রানা যে ধরনের বোলিং করছে, ওর দিকে প্রতিপক্ষের বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না ও কোনো চাপে আছে। রানা নরমাল আছে, ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে। যদি কালকে ওর খেলার সুযোগ হয়, আমার বিশ্বাস ও অবশ্যই নিজের সেরাটা দেবে।’

আরও পড়ুন:

» ইনশাআল্লাহ ভালো কিছু হবে : সাব্বির রহমান

» অবশেষে বাংলাদেশ দলকে শুভ কামনা জানালেন মাশরাফি

গত কয়েক মাসে মাঠে বেশ ব্যস্ত সময় পার করেছেন রানা। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর বিপিএলের ব্যস্ত সূচিতে কিছুটা হলেও চাপে ছিলেন এই পেসার। যে কারণে বিপিএলের শেষদিকে তার বলের গতিও কিছুটা কমে যায় এবং লাইন-লেন্থও হারাতে থাকেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার থেকে সেরাটা পাওয়া নিয়েও শঙ্কা ছিল। তবে শান্ত বলছেন, রানা মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন।

তিনি বলেন, ‘রানা অনেকগুলো ম্যাচ একসঙ্গে খেলেছে। তবে এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার তার ওয়ার্কলোডটা বেশ ভালোভাবেই ম্যানেজ করছে। আমার মনে হয় ও ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে এবং কালকে খেলার সুযোগ পেলে ফ্রেশই থাকবে।’

এছাড়া এই টুর্নামেন্টে বাংলাদেশের বোলিং বিভাগ নিয়েও বেশ আশাবাদী শান্ত, ‘আমরা বেশ কয়েকজন ভালো পেসার পেয়েছি। আমাদের বোলিং ইউনিট বেশ ভালো, আশা করি তারা এখানে তাদের ছন্দ কাজে লাগাতে পারবে।’

আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট