পারিশ্রমিক ইস্যুতে নানা বিতর্কের মুখে পড়েছিল দুর্বার রাজশাহী। কোন টাকা না পেয়ে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে অনুশীলন বয়কটের মত কর্মসূচিও পালন করে দলটির ক্রিকেটাররা। এরপর ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিলে বিভিন্ন প্রকার আশ্বাস দেয় টিম মালিক পক্ষ। এরপর কিছু ম্যাচ খেলে ভালো পারফর্মও করেছিল তারা। তবে আজ যেন ঘটে গেল সব থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটাই।
ঢাকা পর্বে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। তবে তার আগেই ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে দলটির বিদেশি ক্রিকেটাররা। আর তাই দেশি ক্রিকেটারদের নিয়েই মাঠে নামতে হয়েছে তাদের। বিষয়টি নিয়ে এরই মধ্যে শোরগোল পড়ে গেছে ক্রিকেট আঙ্গনে। তবে কোন বিদেশি ক্রিকেটার ছাড়া দলগুলো খেলতে পারবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। এ বিষয়ে কি বলছে বিপিএলের গঠনতন্ত্র?
বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগের গঠনতন্ত্রে স্পষ্ট ভাবেই লেখা আছে অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামতে হবে যেকোন দলকে। গঠনতন্ত্র অনুযায়ী, ‘বিপিএলের ৯ম, ১০ম ও ১১তম আসরের যেকোনো ম্যাচে কোনো ফ্র্যাঞ্চাইজিকে নূন্যতম দুইজন বা সর্বোচ্চ ৪ জন বিদেশি নিয়ে মাঠে নামতে হবে।’
আরও পড়ুন:
» প্লে অফ নিশ্চিত করে সিলেটকে খোঁচা দিল তামিমের বরিশাল
» স্ত্রী-কন্যার জন্য বাংলাদেশ থেকে বিশেষ যা নিয়ে যাবেন আফ্রিদি
নিয়ম না থাকলেও আজকের ম্যাচের আগে বিসিবিকে অনুরোধ জানায় রাজশাহী, যাতে বিদেশি ক্রিকেটার ছাড়াই তাদের খেলার সুযোগ দেয়া হয়। রাজশাহীর এমন অনুরোধের পর তাদের ম্যাচ খেলার অনুমতি দিয়েছে বিসিবি। বিষয়টি ম্যাচ শুরুর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে ক্রিকেট বোর্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, ‘বিদেশী ক্রিকেটারদেল অনুপস্থিতির কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে আজকের ম্যাচে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে খেলার জন্য বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে বিশেষ অনুমোদনের জন্য আবেদন করেছে দুর্বার রাজশাহী।’
এই প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘দুঃখজনক তো অবশ্যই। এটা অনাকাঙ্ক্ষিত, দল নিয়ে যা ঘটছে সবকিছুই অনাকাঙ্ক্ষিত। এটা এটি নিয়ে আলোচনা করছি, বিসিবির দায়িত্ব এই সমস্যা বের করে সমাধান করা। বোর্ড মিটিংয়েও এই বিষয়টি আলোচনায় এসেছে, সমস্যা চিহ্নিত করার বিষয়ে। কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস দেখছি। বিপিএলের শেষের দিকে চলে আসছে, অস্বীকার করার কিছু নেই।’
টস হেরে এদিন আগে ব্যাট করতে নেমেছে দুর্বার রাজশাহী। দলটির একাদশে আছেন– সাব্বির হোসেন, জিসান আলম, এনামুল হক বিজয়, ইয়াসির আলী, আকবর আলী, মৃত্যুঞ্জয় চৌধুরী, এসএম মেহরুব, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মিজানুর রহমান ও মোহর শেখ।
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৫/এফএএস