Connect with us
ফুটবল

অতীতের ‘তিক্ত সম্পর্ক’ ভুলে নেইমারের প্রশংসায় পঞ্চমুখ দরিভাল

Neymar-Dorival
সান্তোসে থাকাকালীন নেইমারের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছিল দরিভালের। ছবি- সংগৃহীত

এক বছরেরও বেশি সময় পর গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে স্থায়ী কোচ নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নিয়োগ পেয়ে ব্রাজিলকে নতুনভাবে এগিয়ে নেওয়া প্রতশ্যা ব্যক্ত করেছেন দরিভাল জুনিয়র। এছাড়া ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমারের সঙ্গে অতীতের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন ৬১ বছর বয়সী এই কোচ।

দরিভালের অধীনে এর আগেও খেলেছেন নেইমার। সান্তোসে থাকাকালীন সেবার নেইমারের সঙ্গে কিছুটা তিক্ত সম্পর্ক সৃষ্টি হয়েছিল এই কোচের। একটি ম্যাচে সান্তোসের পেনাল্টি কিক নেইমারকে নিতে না দিয়ে অন্য একজন ফুটবলারকে দেন দরিভাল। এর ফলে কিছুটা বাক-বিতণ্ডা তৈরি হয় দু’জনের মধ্যে। যার রেশ ধরে পরবর্তীতে কোচিংয়ের দায়িত্বও হারান দরিভাল।

তবে অনেকবছর আগের সেই তিক্ত সম্পর্ক এখন আর নেই। সংবাদমাধ্যমে কোচের বক্তব্যে তাই স্পষ্ট হয়েছে। দায়িত্ব নেওয়ার পর নেইমারের প্রশংসা করে দরিভাল বলেন, ‘তার (নেইমার) সাথে আমার কোনো সমস্যা নেই। আমাদের মধ্যে ভালো সম্পর্ক বিদ্যমান। কখনো দেখা হলে দুজনের মধ্যে ইতিবাচক কথাই হয়। সে যতদিন খেলার উপযুক্ত ও মনোযোগী থাকবে, ততদিন তাকে দলে রাখবো।’

ফুটবলে নেইমারের সবচেয়ে বড় বাধা ইনজুরি। বিগত কয়েক বছরে ইনজুরির কারণে অনেকবার মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। কয়েকমাস আগেও ইনজুরিতে পড়ে দীর্ঘসময়ের জন্য মাঠে বাইরে চলে গেছেন নেইমার, খেলতে পারবেন না আসন্ন কোপা আমেরিকাতেও। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই সুপারস্টার।

নেইমার বিশ্বের সেরাদের একজন হলেও তাকে ছাড়াও ব্রাজিলের খেলার অভ্যাস গড়ে তুলতে হবে বলে মনে করেন দরিভাল, নেইমার যেহেতু চোটে আছে, তাকে ছাড়াই খেলার অভ্যাস করতে হবে ব্রাজিলকে। তবে নেইমার বিশ্বের অন্যতম সেরা তিন খেলোয়াড়ের একজন তাতে কোন সন্দেহ নেই। তার কাছ থেকেও আমাদের সবচেয়ে সেরাটা নিতে হবে।’

আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে থাকবেন দরিভাল। চলতি বছরই তার জন্য অপেক্ষা করছে অনেক বড় চ্যালেঞ্জ। ব্যর্থতার চাদর থেকে বেরিয়ে কোপার শিরোপা ঘরে তোলার লক্ষ্যেই নতুন করে ব্রাজিলকে সাজিয়ে এগিয়ে যেতে চাইবেন ৬১ বছর বয়সী এই কোচ।

আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবলের সাফল্যে সেরা পাঁচ দল 

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল