আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজ হঠাৎ বুকের ব্যথা নিয়ে দেশটির এক হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে আর্জেন্টাইন ক্লাব এতলেতিকো ইন্ডিপেন্ডিয়েন্ট এর কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন। দেশটির সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে তেভেজের প্রাথমিক পরীক্ষায় ফলাফল ভালো এসেছে বলে ক্লাব কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।
তেভেজ এখন সুস্থ আছেন বলে তার ক্লাব এতলেতিকো ইন্ডিপেন্ডিয়েন্ট জানিয়েছে। বর্তমান ক্লাবটি আর্জেন্টাইন তারকার কোচিং ক্যারিয়ারের দ্বিতীয় ক্লাব।
এর আগে ২০২২ সালে ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ইতি ঘোষণার পর আরেক আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন তেভেজ। ২০২৩ সালে দ্বিতীয় ক্লাব হিসেবে ইন্ডিপেন্ডিয়েন্টের দায়িত্ব বুঝে নেন লিও মেসির সাবেক সতীর্থ তেভেজ।
তার অসুস্থতার বিষয়ে বর্তমান ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ‘আমাদের কোচ কার্লোস তেভেজ বুকের ব্যথা নিয়ে সান ইসিদ্রার ত্রিনিদাদ হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন। সাধারণ চেকআপের অংশ হিসেবে আগামীকাল তার কিছু পরীক্ষা করানো হবে। সে পর্যন্ত তিনি হাসপাতালেই থাকবেন। তবে তার প্রাথমিক পরীক্ষার ফল নিয়ে আমরা বেশ খুশি।’
ফুটবলার হিসেবে দুর্দান্ত ক্যারিয়ার গড়লেও কোচিং ক্যারিয়ারে আহামরি তেমন সাফল্য পাননি তেভেজ। রোজারিও সেন্ট্রালের হয়ে ভালো করতে না পারায় কোচিং থেকে এক বছরের বিরতি পর্যন্ত নিয়েছিলেন তিনি। পরে গত বছর বর্তমান ক্লাবের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করেন তিনি।
কোচিং ক্যারিয়ারে ৪০ বছর বয়সী তেভেজের পথচলা নতুন হলেও ফুটবলার হিসেবে ছিল দীর্ঘ। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে মোট ম্যাচ খেলেছেন ৫১৭ টি, গোল করেছেন ২২৭ টি। এর মধ্যে আলবিসেলেস্তেদের হয়ে ৭৬ ম্যাচে তেভেজের মোট গোল সংখ্যা ১৩ টি।
ইউরোপে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, যুভেন্তাসের মত জায়ান্ট ক্লাবগুলোর হয়ে খেলেছেন। এর মধ্যে ম্যানচেস্টারের দুই ক্লাবের হয়ে খেলে মোট ৩ টি প্রিমিয়ার লিগ জিতেছেন।
ম্যান ইউনাইটেডের হয়ে রুনি, রোনালদোর সঙ্গে বিখ্যাত আক্রমণাত্মক ত্রয়ী গড়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। ক্যারিয়ারের একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছিলেন এই রুনি, রোনালদোকে নিয়েই।
আরও পড়ুন: ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে উড়িয়ে দিলো ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/এমএস/বিটি