বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় বোলার এখন নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই গতির কারণে বেশ প্রশংসায় ভাসছেন এই পেসার। চলতি বছর পাকিস্তানের মাটিতে গতির ঝড় তুলে অনেকের নজরে আসেন নাহিদ। এবার ক্যারিবিয়ানদের মাটিতে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করে আরো একবার প্রশংসায় ভাসছেন ‘চাঁপাই এক্সপ্রেস’ খ্যাত এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান জ্যামাইকা টেস্টে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন নাহিদ। টেস্টে প্রথমবারের মতো ফাইফার তুলে নিয়েছেন এই পেসার। গতির ঝড় তুলে স্বাগতিক ব্যাটারদের রীতিমতো নাকানিচুবানি খাইয়েছেন এই পেসার। এই কীর্তিতে তার শিকার স্বাগতিক অধিনায়ক ক্রেইগ ব্রাফেট ছাড়াও টপ অর্ডারের আরো দুই ব্যাটার মিকাইল লুই ও কাভেম হজ।
এমন আগুন ঝরানো বোলিংয়ের পর বেশ প্রশংসায় ভাসছেন নাহিদ। এর আগে বাংলাদেশের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস তার প্রশংসা করেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন সাবেক ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার স্যামুয়েল বদ্রি ও সাবেক অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ব্র্যাড হগ।
আরও পড়ুন:
» নাটকীয়তার ম্যাচে অল্পের জন্য হার, তবুও সেমিতে বাংলাদেশ
» আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশের মেয়েরা
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিওতে নাহিদের প্রশংসা করে বদ্রি বলেছেন, ‘তাদের (বিসিবি) হাতে একটি রত্ন আছে। নাহিদ রানাকে নিয়ে আগেও অনেক আলোচনা হয়েছিল। তার গতি ব্যতিক্রমী এবং দ্রুততম। একইসঙ্গে কিন্তু তার নিয়ন্ত্রণও অনেক চমৎকার। তিনি (নাহিদ) ভালো করলে বাংলাদেশ ক্রিকেটও অনেক এগিয়ে যাবে।’
এছাড়া ব্র্যাড হগ নাহিদের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি নাহিদকে নিয়ে লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ধারাবাহিকভাবে একই গতিতে বল করা সত্যিই অসাধারণ। নাহিদ রানা দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট নিয়েছেন। তার সামনে একটি বর্ণাঢ্য ক্যারিয়ার অপেক্ষা করছে।’
গত মার্চে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয় নাহিদের। ১০ মাসের এই আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছেন তিনি। যেখানে ১০ ইনিংসে ১৯টি উইকেট শিকার করেছেন এই পেসার। যার মধ্যে ১৩টি উইকেট পেয়েছেন বিদেশের মাটিতে।
ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৪/বিটি