Connect with us
ফুটবল

নারী ফুটবলারদের যে দুই সমস্যা দেখছেন সাবেক কোচ ছোটন

বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক হেড কোচ গোলাম রব্বানী ছোটন। ছবি : সংগৃহীত

গত আসরের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার মিশন শুরু করলো পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে। গত আসরে ৬-০ ব্যবধানে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছিল বাংলার বাঘিনীরা। অথচ এবার অতিরিক্ত সময়ে শামসুন্নাহারের গোলে কোনোমতে হার এড়ায় সাবিনারা। এতে করে সেমিতে যাওয়ার স্বপ্ন বেঁচে রইলে বাংলাদেশের।

২০২২ সালে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ জেতানোর অন্যতম কারিগর ছিলেন তৎকালীন নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। এবারের টুর্নামেন্টে বাংলার মেয়েদের সমস্যা খুঁজে পেয়েছে। সেই সঙ্গে উন্নতি করতে কোন দুই জায়গায় বিশেষ নজর দিতে হবে সেটাও বলে দিয়েছেন এই কোচ।

এবিষয়ে বাংলাদেশ নারী দলের সাবেক কোচ ছোটন বলেন, ‘বাংলার মেয়েদের ফিনিশিং ও সেন্ট্রালে মূলত সমস্যাগুলো হচ্ছে। উন্নতি করতে হলে এবং টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই দুই জায়গায় বিশেষ নজর দিতে হবে কোচ এবং পুরো দলকে।’

এসময় তিনি আরও বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে হেরেও যেতে পারত সাবিনারা। ৭২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে না পারায় ম্যাচ হাত ছাড়া হয়েছে পাকিস্তানের। ওই গোলটা হয়ে গেলে বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারত না।’

পাকিস্তানের করা একমাত্র গোলটি মূলত হয়েছে বাংলাদেশী ডিফেন্ডার শিউলী আজিমের ভুলে। যদিও ম্যাচের ৭২ মিনিটে একই ধরনের ভুলে আরও একটা সুযোগ পেয়েছিল পাকিস্তান। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি।

এবিষয়ে ছোটন বলেন, ‘খেলার মাঝে ভুল মাঝে ভুল হতেই পারে। তবে আন্তর্জাতিক ম্যাচে একই ভুল এমন বারবার করাটা একদমই উচিত নয়। চাইনিজ তাইপে ও ভুটানের পর এবার পাকিস্তানের বিপক্ষেও একই ভুলে বারবার গোল হজম করলো মেয়েরা। এটা থেকে অবশ্যই বের হতে হবে আমাদের।’

২০২৩ সালে এপ্রিলে নারী দলের দায়িত্ব ছেড়েছেন ছোটন। এরপরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছেন সাইদুল বারী টিটু। এবং বর্তমানে দায়িত্ব পালন ব্রিটিশ পিটার বাটলার। তাঁর কৌশল ও একাদশ সাজানোটা খুব একটা পছন্দ করেননি ছোটন। তবে তিনি কোচ কে এখনই দোষারোপ করতে নারাজ।

এবিষয়ে ছোটন বলেন, ‘এখনই নতুন কোচের অধীনে দলকে অনুশীলন করতে দেখিনি আমি। সুতরাং আমি এবিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। তবে বাংলাদেশ ড্র করলেও ম্যাচের নিয়ন্ত্রণটা বাংলাদেশের কাছেই ছিল বলে মনে করি।’

কোচ বদলের সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব পড়ে বিষয়টি স্বাভাবিক। সেটাই ঘটেছে এবার বাংলাদেশ নারী দলেও। পিটার বাটলার দায়িত্ব নেওয়ার পর সিনিয়র থেকে জুনিয়রদেরই বেশি প্রাধান্য দিচ্ছে। যদিও সিনিয়রদের পারফরম্যান্সও আশানুরূপ হচ্ছে। তারপরও কোচের ওপর কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে সিনিয়ররা। এবিষয়ে কোনো মন্তব্য করেননি গোলাম রব্বানী ছোটন।

আরো পড়ুন : প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের নতুন মাইলফলক

ক্রিফোস্পোটর্স/২২অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল