ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজের সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ হারলেও এই ম্যাচে একটি মাইলফলক স্পর্শ করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।
গতকাল শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে এই মাইলফলকের দ্বারপ্রান্তে ছিলেন তিনি। এই ম্যাচে দুই উইকেট শিকারের মধ্য দিয়ে শততম উইকেট নিজের পকেটে পুরলেন তাসকিন। টাইগার পেসারের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন তাদের সাবেক গুরু অ্যালেন ডোনাল্ড।
অ্যালেন ডোনাল্ড নিজের অফিশিয়াল ফেসবুক একাউন্টে তাসকিন আহমেদের ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি তাসকিনকে মেনশন করে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে শততম ওয়ানডে উইকেট তুলে নেয়ার জন্য তাসকিন আহমেদকে শুভেচ্ছা।’ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেও পুরনো শিষ্যদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে নিজের প্রথম বলেই লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসের উইকেট তুলে নেন তাসকিন। এরপর ৩৮ তম ওভারের শেষ বলে চারিথ আসালাঙ্কাকে সাজঘরে ফেরান তিনি। শতকের দিকে এগোতে থাকা এই আসালাঙ্কাকে সেঞ্চুরি বঞ্চিত করে নিজের উইকেটের সেঞ্চুরি করে ফেললেন তাসকিন আহমেদ।
আগের ম্যাচে তিন উইকেট শিকার করা তাসকিন এই ম্যাচে ৪৯ রানে তুলে নিয়েছেন দুই উইকেট। ২০১৪ সালে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার পর বাংলাদেশের হয়ে খেলা ৭২ ওয়ানডে ম্যাচে এসে তিনি শততম উইকেটের দেখা পেয়েছেন। যেখানে ক্যারিয়ার জুড়ে তার বোলিং ইকোনমি সাড়ে ৫ এর নিচে।
ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই তাসকিন করেছিলেন নিজের ক্যারিয়ার সেরা বোলিং। সেদিন ২৮ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে জানান দিয়েছিলেন নিজের আগমনের। এর আগে টাইগার বোলারদের মধ্যে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন আরও সাত বোলার। যার মধ্যে সর্বোচ্চ ৩১৭ উইকেট নিয়ে সকলের শীর্ষে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এই তালিকার দুই নম্বরে থাকা মাশরাফি বিন মোর্ত্তজা শিকার করেছেন ২৬৯ উইকেট। এছাড়াও আব্দুর রাজ্জাক ওয়ানডেতে পেয়েছেন ২০৭ উইকেট। মুস্তাফিজুর রহমানের ঝুলিতে আছে ১৬২ উইকেট। রুবেল হোসেন পেয়েছেন ১২৯ উইকেট। মোহাম্মদ রফিকের আছে ১১৯ উইকেট। এছাড়াও কিছুদিন আগেই নিজের শততম উইকেট শিকার করা মেহেদি হাসান মিরাজের রয়েছে ১০৩ উইকেট।
আরও পড়ুন: গোল করে কটূক্তির জবাব দিলেন মেসি
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এফএএস