বাইশ গজে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের। দীর্ঘদিন ধরেই ব্যাট হাতে চেনা ছন্দে নেই তিনি। যার ফলে তাকে নিয়ে চলছে কড়া সমালোচনা। তবে ব্যাট হাতে ছন্দ ফিরে পেরে বাবরকে বিয়ে করার পরামর্শ দিললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।
এক বছরেও বেশি সময় ধরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না বাবর। পাকিস্তানের জার্সিতে সবশেষ সেঞ্চুরি করেন ২০২৩ সালের এশিয়া কাপে নেপালের বিপক্ষে। এরপর ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজেও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি।
সম্পত্তি ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সিরিজেও ব্যর্থ হয়েছেন বাবর। দুই টেস্টে চার ইনিংস মিলিয়ে ১৬ গড়ে ৬৪ রান করেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এমন হতশ্রী পারফরম্যান্সের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাবর। এমনকি জাতীয় দল থেকে তার বাদ পড়ারও গুঞ্জন চলছে।
আরও পড়ুন:
» খেলোয়াড়দের রাজনীতিতে যোগদান নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
» এবার জিম আফ্রো টি-টেন লিগে দল পেলেন রিশাদ
বাসিত আলী তার ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে বাবর আজমকে বিয়ে করার পরামর্শ দিয়ে বলেন, বাবর তোমার বাবা-মায়ের সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। বিয়ে করলে তুমি নতুন এক মানুষ হয়ে উঠবে। কোনো খেলোয়াড় ফর্ম হারালে কেমন অনুভূতি হয় সেটা আমি জানি। আমি বড় ভাই হিসেবে বলছি, তোমার যথেষ্ট বয়স হয়েছে বিয়ে করে ফেলো। তোমার বাবা-মায়ের প্রতি অনুরোধ, যেন তোমার বিয়ের ব্যবস্থা করেন।’
এছাড়া পাকিস্তান দলের সমালোচনা করে বাসিত বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে এমন হার পাকিস্তান দলের জন্য একটা বড় শিক্ষা। তারা এর চেয়ে নিচে নামতে পারে না। এবার পাকিস্তান ক্রিকেটকে জেগে উঠতে হবে। বাংলাদেশের কাছে এমন হারের পরও যদি তারা জেগে উঠতে না পারে, তাহলে শুধু আফগানিস্তান ও নেপাল বিপক্ষে টেস্ট খেলতে হবে।’
ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৪/বিটি