Connect with us
ক্রিকেট

সাকিবের ফিরে আসার খবরে খুশি সাবেক ক্রিকেটাররা

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গতবছর সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে বল হাতে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে দীর্ঘদিন মাঠের ক্রিকেট দেখা নেই এই টাইগার অলরাউন্ডারের। একই কারণে গেল চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলা হয়নি তার। তবে তৃতীয়বারের অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিরে এসেছেন সাকিব।

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার নিজেকে প্রমাণের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। তবে উভয় দফায়ই অ্যাকশন পরীক্ষা টপকে যেতে ব্যর্থ হন তিনি। তবে এবার ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে পরীক্ষা দিয়ে নিজের বৈধতা ফিরে পেয়েছেন সাকিব আল হাসান।

সাকিবের নিষেধাজ্ঞা থেকে মুক্তির খবরে খুশি দেশের সাবেক ক্রিকেটাররা। এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলছিলেন, ‘খুবই ভালো খবর। ভালো লাগছে সাকিব আবারো বোলিংয়ে ফিরেছে। সব জায়গায় সে এখন আবারো খেলতে পারবে। নির্বাচকরা যদি মনে করে তাকে আবার বিবেচনায় রাখবে তো রাখতে পারে।’

আরও পড়ুন:

» দেশ ছাড়ার আগে হামজাকে নিয়ে যা বলে গেলেন সতীর্থরা

» বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলে বড় সুখবর পেলেন সাকিব

এদিকে সাকিবের প্রথম কোচ সাদ্দাম হোসেন গোর্কিও জানালেন নিজের অনুভূতি, ‘সাকিব এত বছর খেলেছে তার মধ্যে শেষ সময়ে তার বোলিং অ্যাকশান অবৈধ ধরা পড়েছিল। তবে সবকিছু ফেলে সাকিব ফিরে আসল। এটা অনেক বড় খবর আনন্দের খবর। বিসিবি এবার তাকে বিবেচনা করতে পারে। এতবছর ক্রিকেট খেলেছে সে, দেশকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে।’ 

বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সকল ধরনের ক্রিকেটে বল করতে আর কোন বাঁধা থাকল না সাকিবের জন্য। এই অ্যাকশন শোধরাতে গেল বেশ কিছুদিন ইংল্যান্ডে কাউন্টি ক্লাব সারের কোচ গ্যারেথ ব্যাটির তত্ত্বাবধানে নিবিড়ভাবে অনুশীলন করছিলেন তিনি। তবে পুনরায় বোলিংয়ে সমস্যা দেখা দিলে আইসিসির নিয়মে এক বছরের জন্য নিষিদ্ধ হবেন তিনি। 

ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট