Connect with us
ক্রিকেট

নাহিদ রানার প্রশংসায় পাকিস্তানের সাবেক তারকা পেসার

Former Pakistan star pacer praises Nahid Rana
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন নাহিদ রানা। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বেশ আলোচনায় ছিলেন বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। এই তরুণ পেসারকে নিয়ে প্রত্যাশাও ছিল অনেক। তবে প্রথমবার বিশ্ব মঞ্চে খেলতে গিয়ে নিজের প্রতিভা ফুটিয়ে তোলার পর্যাপ্ত সুযোগই হয়নি রানার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ৩ ম্যাচের মধ্যে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে। বাকি দুই ম্যাচের মধ্যে প্রথমটিতে ভারতের বিপক্ষে একাদশে জায়গা হয়নি তার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি । এক ম্যাচে সুযোগ পেয়ে কোনো চমকপ্রদ পারফরম্যান্স দেখাতে না পারলেও বল হাতের গতির ঝড় তুলেছিলেন এই পেসার।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৪৩ রান দিয়ে ১টি উইকেট শিকার করেছিলেন রানা। আর উইকেটটি ছিল বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসনের। পাকিস্তানের বিপক্ষে আজ খেলতে নামলে হয়ত নামের পাশে আরও কয়েকটি উইকেট নিয়ে টুর্নামেন্টটা শেষ করতে পারতেন। তবে শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।

আরও পড়ুন:

» ব্যর্থ মিশন শেষে শান্ত ও রিজওয়ানের কণ্ঠে একই সুর

» অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে সেমিতে উঠবে কারা? 

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা না হলেও দলটির সাবেক পেসার ওয়াহাব রিয়াজের প্রশংসা কুড়িয়েছেন রানা। তাকে নিয়ে গণমাধ্যমে ওয়াহাব বলেন, ‘আমার মনে হয় নাহিদ রানা একজন দারুণ প্রতিভাবান বোলার। তার বোলিং দেখতে দারুণ লেগেছে। সে যতটা গতিতে বল করেছে তা দেখতে পারা বেশ রোমাঞ্চকর ছিল।’

Wahab Riaz

ওয়াহাব রিয়াজ। ছবি- সংগৃহীত

এছাড়া রানাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে ওয়াহাব বলেন, ‘সামনের দিনগুলোর জন্য আমি তাকে শুভকামনা জানাই এবং আশা করছি বাংলাদেশের হয়ে সে এভাবেই দারুণ পারফর্ম করে যাবে।’

আজ (২৭ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শেষ হয়েছে বাংলাদেশের। শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ১ পয়েন্ট নিয়ে এ গ্রুপের ৩ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে টিম টাইগার্স।

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট