Connect with us
ক্রিকেট

আইপিএল বয়কটের আহ্বান সাবেক পাকিস্তানি অধিনায়কের

Inzamam-Ul-Haq talk about IPL
ইনজামাম-উল-হকের আইপিএল বয়কটের আহ্বান। ছবি- সংগৃহীত

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটার রেসি ফন ডার ডুসেন আওয়াজ তুলেছিলেন ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিপক্ষে। এবার ঠিক একই ধরনের কথা বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। শুধু তাই নয়, তিনি সকল ক্রিকেট বোর্ডকে আহ্বান জানিয়েছেন আইপিএল বয়কট করার।

চলমান চ্যাম্পিয়নস ট্রফি সম্পূর্ণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানের মাটিতে। তবে ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত আর হয়নি তেমনটি। টুর্নামেন্টের একটি অংশ খেলা হয়েছে দুবাইয়ে। যেখানে একই মাঠে খেলার জন্য বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। কেবল এখানেই নয়, ফ্যাঞ্চাইজি লিগ আয়োজনেও তাদের আধিপত্য থাকার কথা উল্লেখ করেছেন।

ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তান ব্যতীত প্রায় সকল দেশের ক্রিকেটারি কম বেশি খেলে থাকেন। তবে ভারতের ক্রিকেটারদের অন্য কোন দেশে লিগে খেলার অনুমতি দেয় না দেশটির ক্রিকেট বোর্ড। ভারতকে তাদের এই আধিপত্যবাদ থেকে সরিয়ে দিতে আইপিএল বয়কটের আহ্বান জানিয়েছেন ইনজামাম-উল-হক।

আরও পড়ুন:

» পাকিস্তান দলে একঝাক নতুন মুখ, বাদ পড়ছেন বাবর-আফ্রিদিরা!

» কলকাতায় আসছেন মেসি! দেখা যেতে পারে বাংলাদেশেও?

তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদই দিন, আইপিএলে কি হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেয়, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না। অন্য দেশের বোর্ডগুলোর উচিত, আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। তারা যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলিরও একই অবস্থান নেওয়া উচিত।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে আলোচনার সূত্রপাত হয় সাবেক দুই ইংলিশ ক্রিকেটার নাসের হুসেন এবং মাইক আথারটন অভিযোগে। তারপর থেকে একে একে বেশ কয়েকজন ক্রিকেটার কথা বলেছেন অসম-সুবিধার বিষয়টি নিয়ে। এবার চলমান এই বৈশ্বিক টুর্নামেন্টের পাশাপাশি আইপিএল নিয়েও কড়া বার্তা শোনা গেল।

ক্রিফোস্পোর্টস/২মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট