পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন তারই স্বদেশী বাসিত আলী। পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এই অভিযোগ তুলেন।
পাকিস্তানে চলমান ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের দল স্ট্যালিয়ন্স এর মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শোয়েব মালিক। তবে বাসিত আলীর মতে, তিনি এই দায়িত্ব পাওয়ার যোগ্য নন। যার রেশ ধরেই তার কড়া সমালোচনার পাশাপাশি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেন এই সাবেক।
ইউটিউব চ্যানেলের ভিডিওতে শোয়েব মালিককে নিয়ে বাসিত বলেন, দেশের ক্রিকেট নিয়ে যার কোনো চিন্তাভাবনা নেই, তাকে মেন্টর পদে বসানো উচিত হয়নি। যে মানুষটা স্বীকার করে যে ইচ্ছাকৃতভাবে একটা ম্যাচ হেরেছে, তাকে মেন্টরের দায়িত্ব দেওয়া উচিত নয়। কারো প্রমাণ লাগলে আমি দিতে পারবো। রমিজ রাজা যখন শোয়েব মালিকের একটি ইন্টারভিউ নিয়েছিলেন, তখন উনি কী বলেছিলেন?’
আরও পড়ুন:
» শ্রীলঙ্কাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ
» পাকিস্তানে ইতিহাসগড়া শান্তরা বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন
চলমান চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে স্ট্যালিয়ন্সের হয়ে খেলছেন বাবর আজম। তবে এই দলের অধিনায়কের দায়িত্ব তাকে না দিয়ে মোহাম্মদ হারিসকে দেওয়া হয়েছে। এ নিয়ে শোয়েব মালিকের কড়া সমালোচনা করেন বাসিত, ‘বাবর আজমের জন্য আমার আফসোস হয়। সবাই অধিনায়কত্ব পেল কিন্তু সে নয়। শোয়েব মালিক তার পরিবর্তে হারিসের কাঁধে নেতৃত্ব তুলে দিয়েছেন। বাবর আজমের পকেট থেকেই ১০টা হারিস খুঁজে পাওয়া যাবে।’
এছাড়া হারিসের নেতৃত্বে বাবর খেলতে রাজি হওয়ায় বাবরকে কাপুরুষ বলেছেন বাসিত। তিনি বলেন, ‘বাবরের জন্য এটা অনেক বড় অপমান। সে কাপুরুষের পরিচয় দিয়েছে। উমর আকমল বা আহমেদ শেহজাদ যেভাবে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন, বাবরেরও সেটাই করা উচিত ছিল।’
ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৪/বিটি