Connect with us
ক্রিকেট

পান্তকে টেস্টের অধিনায়ক করার পরামর্শ দিলেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার

indoan crickter
ঋষভ পান্ত। ছবি:সংগৃহীত

ভারতের টেস্ট দলের রোহিত শর্মার পরবর্তী অধিনায়ক কে হবেন এই নিয়ে হয় অনেক আলোচনা। এই তালিকায় কখনও আছেন শুবমান গিল আবার কখনও আসে ঋতুরাজ গায়কওয়াদ। তবে এবার ঋষভ পান্তকে ভারতের টেস্ট দলের অধিনায়ক করার জন্য উপদেশ দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া।

দানিশ কানোরিয়া মনে করেন ঋষভ পান্তের মধ্যে অধিনায়ক হওয়ার সব ধরণের গুণ আছে। তিনি বলেছেন অধিনায়ক হওয়া সব উপাদান পান্তের মধ্যে আছে। কেন পান্তকে অধিনায়ক করা উচিত তার যথাযথ ব্যাখ্যাও দিয়েছেন পাকিস্তানি সাবেক এই ক্রিকেটার।

আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে দানিশ কানেরিয়া বলেছেন, ‘ঋষভ পন্ত টেস্ট দলের অধিনায়কত্ব নির্দ্বিধায় পরিচালনা করতে পারবে । তাঁর মধ্যে অধিনায়কত্বের সব গুণাবলী রয়েছে। তিনি একজন দারুণ নেতা হিসেবে প্রমাণিত হবেন।’

আরও পড়ুন: ক্রিকেট মাঠ যেন বক্সিং রিং! হঠাৎ ঘটলো এমন ঘটনা (ভিডিও

এছাড়াও কানেরিয়া আরও বলেন, ‘উইকেটরক্ষক হওয়ায় তিনি দলকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারেন। তিনি অনেক বুদ্ধিমান। তিনি দীর্ঘতম সংস্করণে অন্যতম সেরা খেলোয়াড়। পান্ত যে ভাবে টেস্ট ক্রিকেট খেলেন তা বিস্ময়কর। তার আচার-আচারণও ভালো । তিনি বোলারকে নিযুক্ত রাখেন। আমি মনে করি সে টেস্টে নেতৃত্ব দেওয়ার জন্য একজন ভালো প্রার্থী হতে পারেন।’

চলমান বাংলাদেশ- ভারত টেস্ট সিরিজে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন পান্ত। চেন্নাইয়ে প্রথম ইনিংসে ৩৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। শক্তিশালী স্টাইলে টেস্টে প্রত্যাবর্তন করেছেন তিনি। অনেকেই পান্ত কে মহেন্দ্র সিং ধোনির সাথে তুলনা করেছে।

ভারতের টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন শুবমান গিল ও ঋতুরাজ গায়কওয়াদ। এখন দেখার পালা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসি) কার হাতে এই গুরু দায়িত্ব তুলে দেয়।

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট