আইসিসির আসন্ন মেজর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। যা আয়োজন করতে চলেছে পাকিস্তান। আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে শুরু হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টটি। তবে এরই মাঝে পারস্পরিক রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছে ভারত। আর এতেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এর আগে গেল বছর পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপেও খেলতে যায়নি ভারত। তাদের আপত্তিতে সেবার টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল হাইব্রিড মডেলে। যেখানে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় পাকিস্তানের বাইরে অন্য কোন দেশে। এদিকে এরপর ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে খেলতে যায় পাকিস্তান। তারা ভেবেছিল এতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দেশে আসবে ভারত। যদিও এখন পর্যন্ত তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
এবার এই প্রসঙ্গে কথা বলেছেন সাবেক পাকিস্তানি পেসার তানভীর আহমেদ। তিনি সরাসরি প্রশ্ন রেখেছে ভারতের সাহস নিয়ে। তার মতে পাকিস্তান সাহসী দল বলেই ভারতে গিয়ে খেলে এসেছে। এবার ভারতের যদি সাহস থাকে পাকিস্তানে এসে খেলে যাক। তাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে দেশটির তরফ থেকে।
পাকিস্তান সাহস করে যেভাবে ভারতে গিয়ে খেলে এসেছে, তা সাহসিকতার বড় পরিচয় দেয়। যার প্রশংসা করে এই সাবেক ক্রিকেটার বলেন, ‘আমরা সিংহ জাতি। আমরা আপনাদের দেশে গিয়ে ক্রিকেট খেলে এসেছি। এবার পারলে আপনারও এখানে (পাকিস্তানে) এসে খেলে দেখান। আমরা আপনাদের নিরাপত্তা দেব; যা দরকার সব পাবেন। কেবল একবার আসার সাহস করুন।’
তানভীর আহমেদ ভারত বিশ্বকাপে অংশ নেওয়া পাকিস্তান দলের প্রশংসা করে আরও বলেন, ‘এরাই পাকিস্তানি খেলোয়াড়। এটাই এদের একমাত্র কাজ, ভাইয়েরা। শুধু পাকিস্তানি খেলোয়াড়রাই এমন সাহস করে যেতে পারে এবং খেলে চলে আসতে পারে। তারা জিততে পারে কিংবা হারতেও পারে। তবে তারা যেভাবে গিয়ে খেলে এসেছে আপনারা পাকিস্তানকে এবং এই দলটাকে একটা সাহসী বলতেই পারেন।’
আরও পড়ুন: বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে কতটা উদ্বিগ্ন আইসিসি?
ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৪/এফএএস