বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এবার বিপিএলে যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাইদ আজমল।
আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আজমল। আজ (শনিবার) নিজেদের ফেসবুক পেজে এই স্পিনারকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন রাজধানীর দলটি।
২০০৮ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় আজমলের। পাকিস্তানের জার্সিতে ৩৫ টি টেস্ট, ১১৩টি ওয়ানডে ও ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে টেস্টে ১৭৮ উইকেট, ওয়ানডেতে ১৮৪ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৮৫ উইকেট পেয়েছেন তিনি। ২০১৭ সালে ক্রিকেটকে বিদায় জানান এই তারকা স্পিনার।
এবারের বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে খেলবে ঢাকা। তারুণ্য-অভিজ্ঞতার মিশেলে বেশ শক্তিশালী দল গঠন করেছে ফ্রাঞ্চাইজিটি। এরই মধ্যে ঢাকার প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে।
আরও পড়ুন:
» অতিরিক্ত সমালোচনাই শান্তর অধিনায়কত্বে প্রভাব ফেলেছে : ফাহিম
» দ্বিতীয় টেস্টের উদ্দেশ্যে চট্রগ্রামে পৌঁছেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
ঢাকায় দেশি তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমানরা। এছাড়া বিদেশিদের মধ্যে রয়েছেন থিসারা পেরেরা, জনসন চার্লস, সাইম আইয়ুবের মতো তারকা ক্রিকেটাররা।
ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড : লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম, আবু জায়েদ রাহি, আসিফ হাসান, সাইম আইয়ুব, আমির হামজা, মুস্তাফিজুর রহমান, স্টিফেন স্কিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনেওয়াজ দাহানি।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৪/বিটি