দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয় দলের লোয়ার অর্ডারে অন্যতম ভরসার নাম হয়ে উঠেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের বিদায়ের ঘোষণা দিয়ে ফেললেন এই টাইগার ক্রিকেটার।
আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অবসরের বিষয়ে জানান রিয়াদ। ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের পর সংক্ষিপ্ততম ফরমেটের এই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।
এর আগে গতকাল থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল টি-টোয়েন্টি থেকে অবসর নিতে পারেন রিয়াদ। আজ সকল জল্পনার অবসান ঘটিয়ে নিজের ১৭ বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তির রেখা টেনেছেন। তার বিদায়ের ঘোষণার পর আবেগঘন অসংখ্য পোস্ট দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মাহমুদউল্লাহকে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য ধন্যবাদ জানিয়েছে বিপিএলে তার গত আসরের দল ফরচুন বরিশাল। এছাড়াও বরিশাল শিবির ও জাতীয় দলের একাধিক সতীর্থ তাকে জানিয়েছেন ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেটকে আরও সাহসিকতার সঙ্গে মেলে ধরার জন্য তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকে।
ফরচুন বরিশাল নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে মাহমুদউল্লাহর ছবি পোস্ট করে, যার ভেতর ইংরেজিতে লেখা ছিল, ‘মাহমুদউল্লাহ রিয়াদের অবসর। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার।’ সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘ধন্যবাদ, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। আপনি দীর্ঘদিন যাবত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশকে অবিস্মরণীয় ভাবে প্রতিনিধিত্ব করেছেন।’
আরও পড়ুন:
» আসন্ন বিপিএলে কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন আশরাফুল
» ভক্তদের উদ্দেশ্যে বিদায়ী বার্তা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ
অনৈকটা একই ধরণের ক্যাপশন ব্যবহার করে রিয়াদকে ধন্যবাদ জানান ফরচুন বরিশাল ও জাতীয় দলের হয়ে খেলা তাদের সতীর্থ মেহেদী হাসান মিরাজ। রিয়াদের অসংখ্য ছবি এডিট করে পোস্ট করা হয়েছে তার ফেসবুক একাউন্টে। যার ভেতর ইংরেজিতে লেখা হয়েছে, ‘আপনাকে ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ।’
এছাড়া তার জাতীয় দলের আরেক সতীর্থ তরুণ রিশাদ হোসেন রিয়াদের সঙ্গে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘একটি যুগের অবসান! মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, “সাইলেন্ট কিলার” এবং একজন সত্যিকারের ভদ্রলোক, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। আপনার অনুগ্রহ এবং নেতৃত্ব আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। ধন্যবাদ, রিয়াদ ভাই!’
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৪/এফএএস