Connect with us
ক্রিকেট

বিপিএলের পর গ্লোবাল লিগে ফরচুন বরিশালের চোখ

Fortune Barishal
ফরচুন বরিশাল। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন পর গেল বছর থেকে পুনরায় শুরু হয়েছে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্ট। গত ডিসেম্বরে যেখানে বিপিএল চ্যাম্পিয়ন হিসেবে খেলার সুযোগ পেয়েছিল ফরচুন বরিশাল। তবে নানা কারণে খেলতে যেতে অসম্মতি জানায় তারা। ফলে বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল রংপুর রাইডার্স। তারপর চ্যাম্পিয়ন হয়েই দেশে ফেরে নুরুল হাসান সোহানের দল।

এদিকে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। এরপরই তারা জানিয়ে দিয়েছে এবার নিজেরাই গ্লোবাল সুপার লিগে খেলতে যাবে তারা। রংপুর রাইডার্সের পর দেশের হয়ে সম্মান বয়ে আনতে চায় সদ্য চ্যাম্পিয়নরা।

গ্লোবাল সুপার লিগ খেলতে খুব বেশি দেরি করতে হবে না তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের। কেননা গেল বার ডিসেম্বরে এই টুর্নামেন্ট আয়োজন হলেও এবার তা এগিয়ে আনা হয়েছে জুলাইয়ে। এরই মধ্যে টুর্নামেন্ট আয়োজনের সময়সূচি নির্ধারণ করে রেখেছে আয়োজকরা। চলতি বছরের ৮ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে এই গ্লোবাল টুর্নামেন্ট।

আরও পড়ুন:

» বরিশালে মুশফিক-রিয়াদদের সংবর্ধনায় জনতার ঢল

» ফাইনালের জন্য পেছালেন বিয়ে, তবে জেতা হলো না শিরোপা

আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের জন্য এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে নাম লিখিয়েছে ফরচুন বরিশাল। বিশ্বের বিভিন্ন পাঁচটি দেশের চ্যাম্পিয়ন দল নিয়ে আয়োজন করা হয়ে থাকে এই গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্ট। যেখানে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই খেলে চারটি করে ম্যাচ। এরপর শীর্ষ দুই দল নিয়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। 

এর আগে গেল বার ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার দল ক্রিকেট ভিক্টোরিয়াকে পরাজিত করে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। যেখানে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছিলেন টাইগার ক্রিকেটার সৌম্য সরকার। বিপিএল শুরুর আগে এমন সাফল্য বেশ আত্মবিশ্বাস এনে দিয়েছিল রংপুরকে।

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট