আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের দল বরিশালের হয়ে এবার মাঠ মাতাবেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদের মত অভিজ্ঞ এবং তারকা ক্রিকেটারেরা। তাই দলের নেতৃত্ব ভার কার কাঁধে উঠবে সেটা নিয়েই এতদিন প্রশ্ন ছিল সবার। অবশেষে বরিশালের কোচ নিশ্চিত করেছেন, তামিম ইকবালই এবারের আসরে বরিশালকে নেতৃত্ব দেবে।
আজ (সোমবার) ফ্র্যাঞ্চাইজিটির কোচ মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘অফিশিয়ালি এবারের বিপিএলে তামিমই আমাদের অধিনায়ক। আর ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সি পরিবর্তন করাও তো সম্ভব নয়। তাই তামিমই অধিনায়কত্বে থাকবেন।’
বরিশাল কোচ আরও কথা বলেছেন তামিমের ফিটনেস ইস্যু নিয়েও, ‘আমার মনে হয়েছে তামিম বেশ টাচি এবং ভালো অবস্থায় আছে। তাকে দেখে আমার এমনটাই মনে হয়ে হয়েছে।’
আজকে আমরা যতক্ষণ দলীয় অনুশীলনে ছিলাম, আমাদের সবার একটাই উদ্দেশ্য ছিল। অনুশীলনের শেষ দিকে আমরা পুরো একটি ম্যাচের আয়োজন করেছিলাম। তার আগে সেখানে ছোট ছোট সিনারিও ছিল। আজ তামিম ইকবালের ইনভলভমেন্ট পুরো সময় জুড়েই ছিল’ – যোগ করেন বরিশাল কোচ।
বিকেএসপিতে আজকের অনুশীলন নিয়ে বাবুলের মন্তব্য, ‘আজকে আমাদের কয়েক রকমের সিনারিও ছিল। আর পুরো মাঠে অনুশীলন করতে পারায় বিষয়টি নিয়ে আমি অনেক সন্তুষ্ট। ব্যাটসম্যান এবং বোলাররা আজ যেভাবে ইফোর্ট দিয়েছে তাতে আমি খুশি।’
আরও পড়ুন: ‘আফ্রিকার বিশ্বকাপ’-এ সবচেয়ে বেশি শিরোপা যাদের
ক্রিফোস্পোর্টস/১৫ জানুয়ারি ২৪/এমএ