Connect with us
ক্রিকেট

শোয়েব মালিককে নিয়ে গুঞ্জনের মাঝেই বিবৃতি দিল ফরচুন বরিশাল

Shoaib malik 3 over stepping no ball
বিপিএলে এক ওভারে তিন নো বল করেন শোয়েব মালিক। ছবি- সংগৃহীত

বিপিএলের ঢাকা পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে ফরচুন বরিশালের হয়ে মাঠে নেমেছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। সেই ম্যাচে একই ওভারে তিনবার নো বল করে সমালোচনার জন্ম দিয়েছিলেন শোয়েব। এই ঘটনায় অনেকে ফিক্সিংয়ের গন্ধ খোঁজার চেষ্টা করলেও আজ এক বিবৃতি দিয়ে গুজব উড়িয়ে দিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান।

বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে তিনটি নো বলসহ এক ওভারে ১৮ রান দেন শোয়েব। একজন স্পিনারের এক ওভারে তিনবার ওভার স্টেপিংয়ের ঘটনা অনেকেই স্বাভাবিক ভাবে দেখেননি। শোয়েবকে ঘিরে তৈরি হয় নানা গুঞ্জন। কোন কোন সংবাদ মাধ্যমে ফিক্সিংয়ের প্রশ্নও ওঠে।

তবে এবার বিষয়টি নিয়ে এক ভিডিও বার্তায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ফ্রাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান। ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোডকৃত সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, হলুদ সাংবাদিকতার গুজবে বিশ্বাস না করার কথা। শোয়েব মালিক একজন সিনিয়র খেলোয়াড়, আমাদের তাকে সম্মান করা উচিত এবং সে সম্মানের যোগ্য। 

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) ফরচুন বরিশালের সেই ভিডিও বার্তায় মিজান বলেন, ‘আসসালামুআলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি ফরচুন বরিশালের সকল দর্শক এবং সমর্থকদের। শেষ কিছুদিন শোয়েব মালিককে নিয়ে অনেক কথা শুনেছি, আমি এটার (গুঞ্জনের) তীব্র প্রতিবাদ জানাই। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড় সে তার সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন। এটা নিয়ে আমরা আর আলোচনা না করি।’

বিপিএলের শুরুটা ভালো হয়নি, তাই পরের ম্যাচগুলোতে নজর দিতে চান মিজান, ‘আমরা যেহেতু পরপর দুটো ম্যাচ হেরেছি, আমাদের উচিত আমাদের পরবর্তী ম্যাচগুলোর দিকে নজর দেওয়া এবং আমরা যেন ভালো খেলতে পারি এ জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আমরা যেন পরবর্তী ম্যাচ জিততে পারি এবং ফাইনাল খেলতে পারি। ধন্যবাদ ফরচুন বরিশালের সাথে থাকার জন্য।’

শোয়েব মালিকের নিজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে একই ধরনের কথা বলেছেন মিজান। শোয়েব মালিককে নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা পরিষ্কার করার চেষ্টা করেন তিনি। উল্লেখ করেন খেলায় জয়-পরাজয় থাকবেই। তবে শোয়েব নিজের জায়গা থেকে সর্বোচ্চ টুকু দিয়ে খেলেছেন।

বিপিএলের সেই বিষয়টি নিয়ে এখনো আলোচনা চললেও শোয়েব মালিক এখন রয়েছেন দুবাইয়ে। ঢাকা পর্বে খেলা শেষ করেই ব্যক্তিগত কাজে গিয়েছিলেন তিনই। তবে সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দেয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বদলেছেন শোয়েব। এই আসরে আর না খেলার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিপিএল: সিলেট পর্বের পূর্ণাঙ্গ সময়সূচী

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট