আগামী ১ জুলাই থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ(এলপিএল)। এলপিএলের নিলামে নাম লিখিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ৫০০ ক্রিকেটার। আর তাদের মধ্য থেকে অনেকের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে বাংলাদেশ থেকে কয়েকজন রয়েছেন।
এলপিএলের পঞ্চম আসরের নিলামে বাংলাদেশ থেকে চারজন ক্রিকেটার নাম লিখিয়েছেন। তারা হলেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।
বাংলাদেশের তামিম-মুশফিকদের ছাড়া অন্যান্য দেশ থেকেও বড় বড় তারকারা রয়েছেন। দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছেন রাসি ফন ডার ডুসেন, রিজা হেনড্রিকস, রাইলি রুশো, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি।
নিউজিল্যান্ড থেকে নাম দিয়েছেন টিম সাউদি, জিমি নিশাম, কলিন মানরো, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান। ইংল্যান্ড থেকে রয়েছেন রিস টপলি এবং অষ্ট্রেলিয়া থেকে রয়েছেন উসমান খাজা ও জেসন বেহরেনডর্ফ।
ওয়েস্ট ইন্ডিজ থেকে নাম দিয়েছেন শাই হোপ, আন্দ্রে ফ্লেচার, ওশেন থমাস, কিমো পল, ফাবিয়ান অ্যালেন, এভিন লুইস।
পাকিস্তান ও আফগানিস্তান থেকে নাম লিখিয়েছেন নাসিম শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমান, নুর আহমেদ, গুলবাদিন নাইব ও ইব্রাহীম জাদরান।
লঙ্কা প্রিমিয়ার লিগ বা এলপিএলের গত আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন। মিঠুম গল টাইটান্সের হয়ে খেলার সুযোগ না পেলেও সাকিব ও হৃদয় অনেকগুলো ম্যাচে সুযোগ পেয়েছেন।
সাকিব গল মারভেলসের হয়ে ব্যাট ৯ ইনিংসে ১৩৮ রানের পাশাপাশি বল হাতে ১০ ইনিংসে ১০টি উইকেট শিকার করেছেন। আর জাফনা কিংসের হয়ে ৬ ইনিংসে ১৩৫.৯৬ স্ট্রাইক রেট ও ৩৮.৭৫ এভারেজে ১৫৫ রান করেছেন হৃদয়।
আরও পড়ুন: সর্বোচ্চ উইকেট নিয়েও কেন পার্পল ক্যাপ পাননি মুস্তাফিজ?
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৪/বিটি