বিদেশি ক্রিকেটারদের নিয়েই জমে উঠে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বিদেশিদের তেমন চমক নেই। কেননা একই সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে আরো কয়েকাটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে। ফলে বিপিএলে খুব একটা তারকা ক্রিকেটারকে পাওয়া যায়নি।
বিপিএল খেলতে যেসব তারকা ক্রিকেটার এসেছিলেন তার মধ্যে কয়েকজন ইতোমধ্যে চলে গেছন। এর মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, ওশানে থমাস, ম্যাথিউ ফোর্ডে। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতেই তারা বিপিএল ছেড়েছেন।
এবার রংপুরের চার বিদেশি ক্রিকেটার বিপিএল ছাড়ছেন। এর মধ্যে রয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম, ক্যারিবিয়ান তারকা ব্রান্ডন কিং। এছাড়া রয়েছে আফগানিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমরজাই।
বাবর-নবিদের অভাগ পূরণ করতে রংপুরে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার রাসি ভ্যান ডান ডুসেন, অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস এবং তারকা স্পিনার ইমরান তাহির। তারা খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন।
বিপিএলের সিলেট পর্ব শেষে আগামীকাল (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত আসরে ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স।
আরও পড়ুন: বিপিএলের উইকেট গুলো আদর্শ না, বলছেন সাকিব
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৪/এমটি