কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে বড় ব্যবধানে হার কোয়ালিফায়ারে খেলার স্বপ্ন ভেঙে দেয় রংপুর রাইডার্সের। কারণ পিএসএল খেলতে দলের দুই তারকা ক্রিকেটার চলে গেলে অনেকটাই দুর্বল হয়ে পরে রংপুর। এবার দলকে শক্তিশালী করতে নতুন চার বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াচ্ছে তারা।
এদিকে পিএসএলে অংশ নিতে রংপুর রাইডার্সের পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক আর হারিস রউফ দেশে চলে গেছেন। তাই তারকা এই দুই ক্রিকেটারের বিদায়ে বেশ দুর্বল হয়ে পড়ে দলটির ব্যাটিং ও বোলিং লাইন আপ।
শিরোপা জয়ের মিশনে শক্তি বাড়াতে আরও ৪ বিদেশিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। শনিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছেন ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, নিকোলাস পুরান ও দাসুন শানাকা।
অপরদিকে আগের দিন শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে রংপুরকে বড় ব্যবধানে হারিয়ে দুই নম্বরে উঠে প্লে-অফ নিশ্চিত করে ফেলে ইমরুল কায়েসের দল কুমিল্লা। সোহানের রংপুরকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা ৯ম জয় তুলে নেয় ভিক্টোরিয়ান্স।
আরও পড়ুন: হঠাৎ অন্ধকারে ডুব দিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম!
ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৩/এসএ