
এরই মধ্যে শেষ হয়ে গেছে নেশনস লিগে কোয়ার্টার ফাইনালের দুই লেগের খেলা। যেখানে রীতিমতো জমজমাট লড়াই দেখা গেছে প্রায় সবগুলো ম্যাচেই। ইতালি, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়ার মত বড় বড় দল কাটা পড়েছে এই রাউন্ডে। তবুও টুর্নামেন্টের আকর্ষণ কমেনি এতোটুকুও।
কেননা উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান অঞ্চলের চার পরাশক্তি। যেখানে ফ্রান্স এবং পর্তুগাল প্রথম লেগে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে ছিল। তবে দ্বিতীয় লেগে দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে উভয় দলই শেষ চারে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে।
এছাড়া প্রথম লেগের মতো গতকাল দ্বিতীয় লেগেও নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করেছিল স্পেন। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। আর প্রথম লেগে এগিয়ে থাকা জার্মানি দ্বিতীয় লেগে ইতালির সঙ্গে ম্যাচ ড্র করে কেটেছে সেমির টিকিট।
আরও পড়ুন:
» অবিশ্বাস্য কামব্যাক! টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিতে ফ্রান্স
» দলকে সেমিতে ওঠানোর ম্যাচে গিনেস বুকে নাম লেখালেন রোনালদো
নেশনস লিগে একনজরে সেমিফাইনালের সকল দল— পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেন। মজার বিষয় জার্মানি ব্যতীত বাকি তিন দল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এখন পর্যন্ত। আর ২০১৮-১৯ মৌসুম থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে এর আগে খেলা হয়েছে সেই তিন আসর। এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মানিতে। তাই চতুর্থ দল হিসেবে তারাও শিরোপার স্বাদ পেতে চাইবে।
সেমিফাইনালে দুই ম্যাচই বেশ জমজমাট হবে বলে আশা করা হচ্ছে। যেখানে নেশনস লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে শক্তিশালী প্রতিপক্ষ জার্মানির। আগামী ৪ জুন বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে এই খেলা। ম্যাচটি অনুষ্ঠিত হবে জার্মানির মাটিতে।
অপর সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে পরবর্তী দিন অর্থাৎ ৫ জুন বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। সেমিতে নক-আউট পদ্ধতিতে একটি করেই ম্যাচ খেলা হবে। আর পরবর্তী ৯ জুন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৫/এফএএস
