গতকাল অলিম্পিক গেমস ফুটবলে গ্রুপ পর্বের শেষ খেলায় হেরে গেলেই বাদ এমন সমীকরণ নিয়ে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। তবে কোনো প্রকার ঝুঁকি ছাড়াই ইউক্রেনকে ২-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসির উত্তরসূরিরা। যদিও শেষ আটে উঠেও স্বস্তিতে নেই হাভিয়ের মাশ্চেরানোর দল। কেননা কোয়ার্টারে তাদের লড়তে হবে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে।
মূলত ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আট নিশ্চিত করার কারণেই কপাল পুড়েছে আকাশি-নীলদের। যদিও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মরক্কোর পয়েন্ট মাশ্চেরানোর দলের সমান কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকায় মরক্কো গ্রুপ চ্যাম্পিয়ন হতে পেরেছে। এজন্য কোয়ার্টারে আফ্রিকার দেশটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘এ’ গ্রুপের দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রকে।
অন্য দিকে, আর্জেন্টিনার প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্স। ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি অঁরির অধীনে ফ্রান্সের অনূর্ধ্ব-২৩ দলটি বর্তমানে দারুণ ছন্দে আছে। তাই ফরাসি বাঁধা টপকানো মাশ্চেরানোর দলের জন্য যে মোটেই সহজ হবে না সেটা অনুমেয়। সেদিন যেকোনো এক হ্যাভিওয়েটকে তাই স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে পড়তেই হবে।
আরও পড়ুন:
» পরিবারের জন্য আর্জেন্টিনায় না ফেরার সিদ্ধান্ত ডি মারিয়ার
» পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্পিনারদের দায়িত্বে থাকছেন মুশতাক
২০১৮ ফিফা বিশ্বকাপ ও ২০২২ বিশ্বকাপ ফাইনালের পর এই দু’দেশের ফুটবল মাঠের লড়াই যেন উত্তেজনার নতুন এক আবহ তৈরি করে। অলিম্পিক গেমসের ফুটবল ইভেন্টে আবারও একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স। এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুরু হবে আগামী শুক্রবার (০২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ০৯ টায়।
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৪/এমএস/বিটি