ফ্রান্স বনাম বেলজিয়াম একটা হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষাই করছিল ফুটবলপ্রেমীরা। তবে ইউরোপা চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর এই ম্যাচে খুব একটা উত্তাপ ছড়াতে পারেনি দুদল। ম্যাচের শেষ দিকে একমাত্র গোল থেকে জয় পেয়েছে ফ্রান্স। তবে সেটিও এসেছে আত্মঘাতী গোল হিসেবে। অবশ্য এতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে রোনালদোর পর্তুগালকে।
গতকাল দুদলই চেষ্টা করেছে বল দখল ধরে রেখে আক্রমণে ওঠার। শুরু থেকে মাঝ মাঠে নিজেদের আধিপত্য দেখালেও প্রতিপক্ষের রক্ষণে বারবার বাধা পাচ্ছিল ফ্রান্সের আক্রমণ। ম্যাচের ৫৬ শতাংশ বল নিজেদের দখলে রেখে ১৯ বার প্রতিপক্ষের গোল মুখে শট নিয়েছে ফরাসি ফুটবলাররা। তবে বারবার লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাশ হয় ফ্রান্স সমর্থকরা।
ম্যাচের প্রায় ৭০ মিনিট পর্যন্ত আক্রমণ চালিয়েছে ফ্রান্স। রক্ষণে নিজেদের ব্যস্ত রাখা বেলজিয়াম ফুটবলাররা শেষ মুহূর্তে ঘায়েল করার পরিকল্পনা করে ফরাসিদের। ৭১ মিনিটে রোমেলু লুকাকু আর ৮৩ মিনিটে ডি ব্রুইনার শট ঠেকিয়ে তাদের হতাশ করেছেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মানিয়ান। তবে ম্যাচের ৮৫ মিনিটে একমাত্র আত্মঘাতী গোল হজম করে বেলজিয়াম।
বদলি নামা কোলো মুয়ানি ডি-বক্সের ভেতর থেকে গোল পোস্ট লক্ষ্য করে নিয়েছিলেন এক দুর্বল শট। বলের গতিপথ ধরে ঝাপিয়ে পড়েন প্রতিপক্ষ গোলরক্ষক। তবে তার মাঝেই ডিফেন্ডার ভের্টনঘেনের পায়ে লেগে দিক বদলায় বল। আড়াআড়ি নেয়া সেই শট দূরের পোস্টের বদলে কাছের পোস্ট দিয়ে ঢুকে জড়ায় জালে। এতেই নিশ্চিত হয়ে যায় ফ্রান্সের জয়।
গোটা ম্যাচে বেশ কিছু দুর্দান্ত আক্রমণ করেছিল এমবাপ্পের দল। চোখে লেগে থাকার মত কিছু আক্রমণ তৈরি করলেও সেখান থেকে ফলাফল বের করতে পারেনি ফরাসিরা। এমনকি এখন পর্যন্ত টুর্নামেন্টে চার ম্যাচ খেলেও ওপেন প্লে থেকে কোন গোল পায়নি ফ্রান্স। সব মিলিয়ে এই আসরে তিন গোলের দুটিই ফরাসিরা পেয়েছে আত্মঘাতী হিসেবে; অপরটি এসেছে পেনাল্টি থেকে।
ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর এই আসরে শেষ ষোলোর বাধা টপকে ফ্রান্স এখন পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। তবে সেখানে তাদের জন্য রয়েছে আরেক কঠিন পরীক্ষা। ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগালের মুখোমুখি হতে হবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে। আর সেই কোয়ার্টার ফাইনাল দিয়েই কোন এক তারকার বিদায় নিশ্চিত হবে চলতি ইউরো আসর থেকে।
গতকাল রাতেই স্লোভেনিয়ার বিপক্ষে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। যেখানে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ গোলশূন্য সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পর্তুগিজ গোলকিপার ডিয়াগো কস্তার নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল। টাইব্রেকারে তিনি একে একে ঠেকিয়ে দেন প্রতিপক্ষের তিন শট। আর এতেই জয় নিশ্চিত হয়ে পর্তুগালের।
আরও পড়ুন: টাইব্রেকারে কস্তার নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৪/এফএএস