Connect with us
ফুটবল

এক গোল দিয়েই সেমিফাইনালে উঠেছে ফ্রান্স!

France reached the semi-finals with 1 goal!
পর্তুগালকে হারিয়ে ২০২৪ ইউরোর সেমিতে ফ্রান্স। ছবি- সংগৃহীত

গতকাল রাতে পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। তবে সেরা চারে জায়গা করে নিলেও আসর জুড়ে কেবল ১ গোল করেছে তারা। পাশাপাশি ৩ ম্যাচেই ড্র করেছে দিদিয়ের দেশামের শিষ্যরা।

চলতি ইউরোতে গোল খরায় ভুগেছে অনেকগুলো দল। তাদের মধ্যে অন্যতম ফ্রান্স। এবারের আসরে শিরোপা জয়ের দাবিদার এই দলটির আক্রমণভাগ তেমন সফলতা বয়ে আনতে পারেনি। দেম্বেলে-এমবাপ্পেরা আসরে এখনও ওপেন প্লে থেকে কোনো গোল করতে পারেননি। ১টি গোল এসেছে তাও পেনাল্টি থেকে।

এবারের আসরে গ্রুপ-ডি তে ছিল ফ্রান্স। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও পোল্যান্ড। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে জয় পায় তারা। সে ম্যাচে দেম্বেলে-এমবাপ্পেরা অন টার্গেটে শট রেখেছিল ৩টি। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফ্রান্স। এ ম্যাচে ৩টি শট অন টার্গেটে রেখেছিল দিদিয়ের দেশামের দল।

আরও পড়ুন:

» ভিনির বদলে উরুগুয়ের বিপক্ষে কাল যাকে খেলাবেন ব্রাজিল কোচ 

» জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের হার 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হয় ফ্রান্স। এ ম্যাচে ১-১ গোলে ড্র করে দলটি। তবে একমাত্র গোলটি এসেছে পেনাল্টিতে এমবাপ্পের পা থেকে। এ ম্যাচে ৮টি শট অন টার্গেটে রেখেও ওপেন প্লে থেকে গোল করতে পারেনি ফ্রান্স। এর ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করে দ্য ব্লুসরা।

শেষ ষোলোয় বেলজিয়ামকে প্রতিপক্ষ হিসেবে পায় ফ্রান্স। তাদের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দলটি। তবে এ ম্যাচের একমাত্র গোলটি ছিল আত্মঘাতী। এ ম্যাচে কেবল ২টি শট অন টার্গেটে রেখেছিল ফ্রান্সের আক্রমণভাগ।

গতকাল (৬ জুলাই) কোয়ার্টারে পর্তুগালের বিপক্ষে নির্ধারিত সময়ে কোনো গোলের দেখা পায়নি ফ্রান্স। অতিরিক্ত সময় শেষেও স্কোরলাইন ছিল ০-০। এরপর টাইব্রেকারে রোনালদোদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দ্য ব্লুসরা। অর্থাৎ পুরো টুর্নামেন্টে পেনাল্টি থেকে ১ গোল করে সেমিতে পা রেখেছে ফ্রান্স।

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল