টাইব্রেকারে ফ্রান্সের হয়ে থিও হার্নান্দেজের শেষ পেনাল্টি জালে জড়াতেই স্তব্ধ হয়ে পড়ে পর্তুগাল সমর্থকরা। মাঠের মাঝেই মূর্তির ন্যায় দাড়িয়ে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। হয়তো এখানেই ইউরো অধ্যায়ের ইতি ঘটল এই কিংবদন্তির। ম্যাচ শেষে রোনালদোকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সব থেকে বয়স্ক ফুটবলার পেপে। আর এদিন পর্তুগালকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে এমবাপ্পের ফ্রান্স।
নির্ধারিত সময়ের খেলা শেষে গোলশূন্য সমতা থাকায় এদিন পর্তুগাল বনাম ফ্রান্সের ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটের লড়াই শেষেও ম্যাচের ফলাফল নির্ধারণ করা না গেলে টাইব্রেকারের সামনে দাড়ায় দুদল। আগের ম্যাচে পর্তুগালের জয় এর নায়ক গোলকিপার দিয়াগো কস্তা এদিন দেখাতে পারেননি চমক।
ফ্রান্স ফুটবলাররা টাইব্রেকারে টানা পাঁচ শট জালে জড়ান। এদিকে পর্তুগালের হয়ে তৃতীয় পেনাল্টি শট গোল পোস্টে মেরে দলকে জয় থেকে ছিটকে দেন বদলি নামা ফুটবলার জোয়াও ফেলিক্স। এতে করে নিজেদের ফ্রান্স সবগুলো পেনাল্টিতে গোল আদায় করলে পর্তুগাল নিজেদের শট নেয়ার আগেই হেরে যায় ম্যাচ। এর আগে প্রথম শট জালে জড়িয়েছিলেন রোনালদো।
এদিন শুরু থেকেই ম্যাচ এগিয়েছে ধীরগতিতে। উভয় দল বেশি গুরুত্ব দিচ্ছিল নিজেদের রক্ষণে। বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা চালায় ফ্রান্স ও পর্তুগাল। প্রথমার্ধে পজিশন ধরে রাখার পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল পর্তুগিজরা। তবে সফলতা পাচ্ছিল না তারা। বিপরীতে সুযোগ বুঝেই কাউন্টার আক্রমণে খেলছিল ফরাসিরা। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল।
গোলশূন্য সমতায় বিরতি থেকে ফেরার পর দ্বিতীয় আর্ধের শুরুতেও দুদল রক্ষণে জোর দিয়ে খেলছিল। ম্যাচের বড় একটা সময় পর্যন্ত মাঝ মাঠের দখল নিয়েই ছিল খেলা। তবে ম্যাচের ৬০ মিনিট পর খেলার গতি বাড়ায় পর্তুগাল। একের পর এক আক্রমণে ফ্রান্স দুর্গে কাপন ধরায় রোনালদোর দল। ব্রুনো ফার্নান্দেজের দূর্দান্ত এক মাটি কামড়ানো শট রুখে দেন ফরাসি গোল কিপার।
এরপর পর্তুগালের ওপর চাপ তৈরি করতে মুহুর্মুহু আক্রমণ চালায় ফ্রান্সও। জয়সূচক একটি গোলের জন্যে মরিয়া হয়ে ওঠে দুদল। তবে দ্বিতীয় আর্ধেও গোলের খাতা খুলতে পারেনি কেউ। এতে ফলাফল নির্ধারণের জন্যে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নির্ধারিত সময়ের খেলায় অসাধারণ কিছু সেভ দেখা যায় উভয় দলের গোলরক্ষকের কাছ থেকে। ডিফেন্ডেও দারুন পারফর্ম করেছে ফুটবলাররা।
আরও পড়ুন: স্বাগতিক জার্মানিকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৪/এফএএস