Connect with us
ফুটবল

এমবাপ্পেকে ছাড়াই গোল উৎসব করে জয় পেল ফ্রান্স

france gfootball
ফ্রান্স বনাম ইসরায়েল ম্যাচ। ছবি: সংগৃহীত

নেশন্স লিগে গতকাল (বৃহস্পতিবার) রাতে হাঙ্গেরিতে ইসরায়েলের বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। এ ম্যাচে ইসরায়েলের জালে গোল উৎসবে মেতেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪-১ গোলের বিশাল ব্যবধানে ইসরায়েলকে পরাজিত করে ফ্রান্স।

পুরো সময়ে ফ্রান্সের আধিপত্য দেখা যাই এই ম্যাচে। প্রতিপক্ষকে একের পর এক আক্রমণ করে দিশেহারা করে দেন দিদিয়ের দেশমের শিষ্যরা। এ ম্যাচ জিতে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল ফ্রান্স।

গ্রিজমান ও কিলিয়ান এমবাপেকে ছাড়াই মাঠে নেমেছিল ফ্রান্স। তবুও ম্যাচে প্রভাব ফেলতে দেননি তারা। গোটা ম্যাচে একনায়কতন্ত্রের রাজত্ব চালান ২ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এ দিন ম্যাচের শুরুতেই গোল পায় ফ্রান্স।
খেলা শুরুর ৬ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে এক দারুণ শটে জাল খুঁজে নেন কামাভিঙ্গা। ইসরায়েলের গোলরক্ষক বল ঠেকামোর চেষ্টা করলেও ব্যর্থ হোন।

আরও পড়ুন: এক নজরে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখার তালিকা

এরপর ২৪ মিনিটের মাথায় সতীর্থের ক্রসে বক্সে হেডে গোলটি করেন ইসরায়েলের স্ট্রাইকার ওমরি। এতেই ১-১ গোলে সমতায় ফিরে ইসরায়েল। তবে ইসরায়েলকে বেশিক্ষণ আর সমতায় রাখতে দেয়নি ফ্রান্স। ৪ মিনিট পর কামাভিঙ্কার দারুণ পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্স থেকে লক্ষ্যভেদ করেন এনকুকু। এতেই ২-১ গোলে আবারও এগিয়ে যাই ফ্রান্স। প্রথমার্ধের আর কোনো দল তেমন সুযোগ পায়নি।

বিরতির পর আরও বেশি আক্রমনাত্মক হয়ে উঠে ফ্রান্স। প্রায় সময় বল নিজেদের দখলে রাখেন তারা। তবে দীর্ঘ সময় গোলের দেখা পাননি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ৮৭তম মিনিটে থিও হের্নান্দেসের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন গেনদুজি। এর দুই মিনিটের মধ্যে ইসরায়েলের জালে আরও একবার বল পাঠায় ফ্রান্স। গেনদুসির পাস থেকে গোল করেন বার্কোলা।

এ জয়ে লিগ-এ গ্রুপ টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থান দখল করেছে ফ্রান্স। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এ তালিকার শীর্ষে অবস্থান ইতালির। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে বেলজিয়াম।

ক্রিফোস্পোর্টস/১১অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল