নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পে খেলবেন কিনা সেটাই ছিল বড় প্রশ্ন। মূলত ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নাকে চোট পান এই ফরাসি তারকা। তবে মাস্ক পড়ে ডাকতে বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি শোনা যাচ্ছিল এমন গুঞ্জন। অবশ্য নিরাপত্তার কথা মাথায় রেখে এদিন তাকে খেলায়নি ফ্রান্স। তবে দলের সবথেকে বড় তারকার অবর্তমানে বাকিরা ধরতে পারেনি হাল।
ফ্রান্সের ফুটবলাররা একের পর সুযোগ হাতছাড়া করে আক্ষেপ বাড়ালেও গোলের দেখা পেয়ে উৎসবে মেতে উঠেছিল নেদারল্যান্ড। অবশ্য রেফারির বিতর্কিত অফসাইড সিদ্ধান্তে বাতিল হয় সেই গোল। সুযোগ মিসের মহড়ায় এবং প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচে গোল করতে পারেনি কোন দল। এতে করে চলতি ইউরোতে প্রথমবারের মতো গোলশূন্য ড্র হয়েছে কোন ম্যাচ।
লাইপজিগ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা-আক্রমণে চলতে থাকে খেলা। প্রথম মিনিটেই ফ্রান্স দুর্গে আক্রমণ করে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল নেদারল্যান্ডস। এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় ইউরোপিয়ান জায়ান্টরা। গোটা ম্যাচে গোলের অসংখ্য সুযোগ তৈরি করেছিল তারা। তবে এমবাপ্পে বিহীন দল কাজে লাগাতে পারেনি সেসব সুযোগ।
এমবাপ্পে না থাকায় দিন বড় দায়িত্ব ছিল ফ্রান্সের অভিজ্ঞ ফরওয়ার্ড অ্যান্তোইন গ্রিজম্যানের ওপর। তবে ম্যাচে একাধিক গোলের সুযোগ মিস করে বসেন এই ফরাসি ফুটবলার। ফ্রান্সের বেশিরভাগ আক্রমণ ঠেকিয়ে দিয়েছে ডাচ গোলকিপার বার্ট ভারব্রাজেন। তবে কিছু সহজ সুযোগ নিজেদের ভুলে গোলে রূপান্তর করতে পারেনি ফরাসি ফুটবলাররা।
ম্যাচের দ্বিতীয় আর্ধে ৬৯ তম মিনিটে ফ্রান্সের জালে ডাচ ফুটবলার জাভি সিমন্স করেন গোল। নেদারল্যান্ডস যখন গোল উৎসবে মেতে ছিল তখন তাদের স্তব্ধ করে রেফারি জানান অফসাইডের সিদ্ধান্ত। ম্যাচের সেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে মাঠে নিজের সিদ্ধান্তের উপর অটল থাকেন রেফারি।
শেষ পর্যন্ত আর কোনো দল গোলের দেখা না পেলে ম্যাচ সমাপ্ত হয় ০-০ স্কোরলাইনে। চলতি আসর জয় দিয়ে শুরু করা দুদলই পয়েন্ট ভাগাভাগি করে নিজেদের অপেক্ষায় বাড়িয়েছে শেষ ষোলোর টিকিট প্রাপ্তির। ইউরো চ্যাম্পিয়নশিপের ৬ গ্রুপ থেকে সেরা দুটি করে দল সরাসরি নিশ্চিত করবে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড। এছাড়া সকল গ্রুপে তৃতীয় অবস্থানে থাকা সেরা চারটি দলও যোগ দেবে শেষ ষোলোতে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয়ে সেমির আশা বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ
ক্রিফোস্পোর্টস/২২জুন২৪/এফএএস