দেখতে দেখতে ঘনিয়ে এসেছে ২০২৪ সালের পথচলা। ক্যালেন্ডারের পাতায় উঁকি দিচ্ছে ২০২৫ সাল। বিশ্বজুড়ে ক্রিকেট অঙ্গণে অপেক্ষা করছে নানা জমকালো টুর্নামেন্ট। এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ক্রিকেটের বড় মঞ্চ অপেক্ষা করছে ২০২৫ সালে। সঙ্গে বছরের শেষদিকে থাকছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজের উত্তাপ। ২০২৫ সালে বিশ্ব ক্রিকেটে যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি জানতে অধীর আগ্রহে থাকেন ক্রীড়া সারথীরা।
২০২৫ সালের শুরুতেই ক্রিকেট অঙ্গনের সবচেয়ে বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। একই বছর বসবে এশিয়া কাপের ১৭তম আসর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যস্ত সময় কাটাবে ক্রিকেটাররা। থাকছে বিপিএল, আইপিএল ও পিএসএলের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
একনজরে ২০২৫ সালে বিশ্ব ক্রিকেটে যত খেলা
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে উত্তাপ
অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শুরু থেকেই দুই শিবিরে উত্তাপ ছড়িয়েছে। মাঠের ক্রিকেটে অজি তরুণ স্যাম কনস্টাসকে কোহলির ধাক্কা দেওয়া, মাঠে বাহিরে সংবাদ সম্মেলনে রবীন্দ্র জাদেজার ইংরেজিতে প্রশ্নের উত্তর না দেওয়া, জাসপ্রীত বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলাসহ নানা কারণে বিশেষ হয়ে উঠেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। পার্থ, অ্যাডিলেড ও গাবা টেস্ট শেষে সিরিজে ১-১ সমতায় ভারত ও অস্ট্রেলিয়া। গাবা টেস্টে ড্র করেছে দুই দল। সিরিজ জয়ের জন্য মেলবোর্ন ও নতুন বছরের ৩ জানুয়ারি হতে যাওয়া সিডনি টেস্ট হতে যাচ্ছে দুই দলের জন্য মহাগুরুত্বপূর্ণ।
আরও পড়ুন :
» বিপিএল ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি
» বিপিএলে প্রতিদিন বাইক জেতার সুযোগ দর্শকদের, যা যা করতে হবে
» ২০২৫ সালে আর্জেন্টিনার সব ম্যাচের সময়সূচি
» ২০২৫ সালে ব্রাজিলের সব ম্যাচের সময়সূচি
» অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ২০২৫ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ
টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে পাকিস্তান সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৬ জানুয়ারি করাচিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৪ জানুয়ারি মুলতানে সিরিজের শেষ টেস্ট খেলবে দুদল।
ইংল্যান্ড-ভারত সিরিজ
সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত ও ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের আরো একবার ঝালিয়ে নিতে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ভারত সফর করবে ইংল্যান্ড। আগামী ২৩ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২৬ জানুয়ারি চেন্নাই ও ২৯ জানুয়ারি রাজকোটে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। ১ ফেব্রুয়ারি পুনে এবং ৩ ফেব্রুয়ারি মুম্বাইতে সিরিজের শেষ দুই ম্যাচে লড়বে ভারত ও ইংল্যান্ড।
৬ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআই। ৯ ফেব্রুয়ারি কটক ও ১২ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ত্রিদেশীয় সিরিজ
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ঝালিয়ে নিতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছে পাকিস্তান। আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচ গড়াবে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে।
চ্যাম্পিয়ন্স ট্রফি
২০২৫ সালের বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ চ্যাম্পিয়ন্স ট্রফি। আট দলের অংশগ্রহণে পাকিস্তান মাটিতে টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত পাকিস্তানে খেলতে আসার ব্যাপারে আপত্তি জানায়। ফলে হাইব্রিড মডেলে অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো সূচি প্রকাশ করেছে আইসিসি। এতে বলা হয়েছে, ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তানে আইসিসির কোনো আসর খেলতে যাবে না ভারত। ঠিক একইভাবে পাকিস্তানও এ সময়ে ভারতে খেলতে যাবে না। এ ম্যাচগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। তবে টুর্নামেন্টের আয়োজক স্বত্ব থাকছে পাকিস্তানের কাছেই। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর।
এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি
তারিখ | দল | ভেন্যু |
১৯ ফেব্রুয়ারি | পাকিস্তান-নিউজিল্যান্ড | করাচি, পাকিস্তান |
২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ-ভারত | দুবাই, সংযুক্ত আরব আমিরাত |
২১ ফেব্রুয়ারি | আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা | করাচি, পাকিস্তান |
২২ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | লাহোর, পাকিস্তান |
২৩ ফেব্রুয়ারি | পাকিস্তান-ভারত | দুবাই, সংযুক্ত আরব আমিরাত |
২৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ-নিউজিল্যান্ড | রাওয়ালপিন্ডি, পাকিস্তান |
২৫ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা | রাওয়ালপিন্ডি, পাকিস্তান |
২৬ ফেব্রুয়ারি | আফগানিস্তান-ইংল্যান্ড | লাহোর, পাকিস্তান |
২৭ ফেব্রুয়ারি | বাংলাদেশ-পাকিস্তান | রাওয়ালপিন্ডি, পাকিস্তান |
২৮ ফেব্রুয়ারি | আফগানিস্তান-অস্ট্রেলিয়া | লাহোর, পাকিস্তান |
১ মার্চ | দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড | করাচি, পাকিস্তান |
২ মার্চ | নিউজিল্যান্ড-ভারত | দুবাই, সংযুক্ত আরব আমিরাত |
নকআউট | ||
৪ মার্চ | প্রথম সেমিফাইনাল | দুবাই, সংযুক্ত আরব আমিরাত |
৫ মার্চ | দ্বিতীয় সেমিফাইনাল | লাহোর, পাকিস্তান |
ফাইনাল | ||
৯ মার্চ | লাহোর, পাকিস্তান (ভারত উঠলে ফাইনাল দুবাইয়ে) |
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
আগামী ১১ জুন লর্ডসে অনুষ্ঠিত হবে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৯ দলের মধ্যে ৬৩.৩৩০ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ও তিনে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। মূলত এ তিন দল থেকেই নির্ধারণ হতে পারে লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের দুই দলের নাম।
ভারত-ইংল্যান্ড সিরিজ
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে ভারত। আগামী ২০ জুন হেডিংলিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২ জুলাই এজবাস্টন ও ১০ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট। আগামী ২৩ জুলাই ম্যানচেস্টার ও ৩১ জুলাই লন্ডনের কেনিংটন ওভালে মাঠে গড়াবে সিরিজের শেষ দুই টেস্ট।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ
ভারতের পর সাদা বলের সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুদল। আগামী ২ সেপ্টেম্বর হেডিংলিতে সিরিজের প্রথম ওয়ানডেতে থ্রি লায়ন্সদের মুখোমুখি হবে প্রোটিয়ারা। ৪ সেপ্টেম্বর লর্ডস ও ৭ সেপ্টেম্বর সাউদাম্পটনে সিরিজের বাকি দুই ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে ইংলিশরা।
১০ সেপ্টেম্বর থেকে কার্ডিফে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১৩ সেপ্টেম্বর ম্যানচেস্টার ও ১৪ সেপ্টেম্বর নটিংহামের ট্রেন্ট ব্রিজে গড়াবে সিরিজে বাকি দুই ম্যাচ।
এশিয়া কাপ
আগামী অক্টোবরে ভারত ও সম্ভাব্য শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। তবে টুর্নামেন্টের জন্য এখনও সূচি চূড়ান্ত করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ধারণা করা হচ্ছে নতুন বছরের মাঝামাঝি সময়ে সূচি চূড়ান্ত করবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশ নেবে ছয় দল। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও সংযুক্ত আরব-আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
দি অ্যাশেজ
২০২৫ সালের শেষটা রাঙাবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে গড়াবে এবারের মর্যাদাপূর্ণ পাঁচ ম্যাচের সিরিজটি। ২১ নভেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর গাবা ও ১৭ ডিসেম্বর অ্যাডিলেড এবং ২৬ ডিসেম্বের বক্সিং ডে টেস্ট হিসেবে মেলবোর্নে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টেস্ট। কেবল একটি ম্যাচ গড়াবে ২০২৬ সালের প্রথম সপ্তাহে। ২০২৬ সালের ৪ জানুয়ারি সিডনিতে সিরিজের শেষ টেস্টে অজিদের মুখোমুখি হবে ইংলিশরা।
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২০২৪/টিএইচ/এসএ