ভারতের মাটিতে চলমান বিশ্বকাপে আজ বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলংকা। তবে ম্যাচের আগেই জানা গেলো বড় খবর। ভারতের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর এবার শ্রীলঙ্কার পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করলো লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়। একই সাথে নিয়োগ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন একটি বোর্ড কমিটি।
ভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পর সমালোচনা শুরু হয় লঙ্কান ক্রিকেট বোর্ড নিয়ে। জানা গিয়েছিল এরপরেই বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা ক্রীড়া মন্ত্রণালয়। তার দুইদিন পরেই ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানা গেল।
রবিবার (৫ নভেম্বর) ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের বর্তমান বোর্ডের সবাইকে পদত্যাগ করা উচিত বলে জানান। তখন তিনি চলতি গভর্নিং বডিকে “দুর্নীতিবাজ ও বিশ্বাসঘাতক” বলে আখ্যা দেন।
তারপরই শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা কোন নির্দিষ্ট কারণ না দেখিয়েই পদত্যাগ করেছেন। ধারণা করা হয় দলের ব্যর্থতার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অপরদিকে পুরাতন কমিটিকে বরখাস্তের পরপরই নতুন অন্তর্বর্তীকালীন একটি কমিটি গঠন করা হয়। যার দায়িত্বে আছেন অর্জুনা রানাতুঙ্গা। কমিটির বাকি সদস্যরা হচ্ছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, রোহিণী মারাসিংহে, ইরাঙ্গানি পেরেরা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, ব্যাবসায়ী হিশাম জামালদিন এবং আইনজীবী রাকিথা রাজাপক্ষে।
এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডর কোচিং স্টাফ ও নির্বাচকদের শোকজ করে একটি নোটিশ পাঠিয়েছে। যেখানে শ্রীলঙ্কা দলের বিশ্বকাপে ভরাডুবির কারণ ও বিশেষ করে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের স্পষ্ট ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। এছাড়াও এসএলসি জানায় দল গঠনে কখনোই হস্তক্ষেপ করে না এসএলসি ম্যানেজমেন্ট। তারা সর্বদাই কোচিং স্টাফ ও নির্বাচকদের স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিয়ে আসছে।
আরও পড়ুন: বাদ পড়ার ৪ বছর পর অবসর ঘোষণা বিশ্বকাপজয়ী তারকার
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৩/এসএস/এজে