ভারত বিশ্বকাপে তরুণদের মধ্যে সবচেয়ে বড় চমক ছিলেন কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। আসরে অলরাউন্ড নৈপুণ্যে দলে বড় অবদান রাখেন এই তরুণ তুর্কি। অন্যদিকে ভারতীয় ওপেনার শুবমান গিল বিশ্বকাপে ব্যাট হাতে পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে না পারলেও বছর জুড়ে রানের ফুলঝির ঝরান তিনি। এই দুই তরুণকেই ক্রিকেটের ভবিষ্যত তারকা বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইন।
২০২৩ সালে ৪৭ টি ম্যাচ খেলে ৪৮.৩১ গড়ে মোট ২ হাজার ১২৬ রান করেছেন শুবমান গিল। সেখানে ৭ সেঞ্চুরির সাথে ১০ টি হাফ সেঞ্চুরি হাঁকান এই ভারতীয় ডান হাতি ব্যাটার। আরও একটি পরিসংখ্যানের মাধ্যমে তার অতিমানবীয় ফর্ম সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ভারতীয় ওপেনার।
গিলকে নিয়ে নাসের বলেন, ‘আমি মনে করি, চলতি বছরের বেশির ভাগ সময় খুব ভালো কাটিয়েছে শুবমান গিল। পাশাপাশি দলের অধিনায়ক রোহিত শর্মার থেকেও সে নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছে। ধীরে ধীরে তাকে ফর্মে ফিরতে দেখা যাচ্ছে। সে একজন অসম্ভব ট্যালেন্টেড ক্রিকেটার এবং ভারতের ক্রিকেটে সে পরবর্তী সেনসেশন হতে চলেছে। আশা করছি, সামনের বছরটা তার আরও ভালো কাটবে।’
অপর দিকে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রও বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন। আসরের সর্বোচ্চ চার রান সংগ্রাহকের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ১০ ম্যাচে ১০৬.৪৪ গড়ে করেছেন ৫৭৮ রান। পাশাপাশি দলের দরকারে বল হাতেও উইকেট তুলে নিতে পারদর্শী ভারতীয় বংশোদ্ভূত এই কিউই অলরাউন্ডার।
রাচিনকে নিয়ে নাসের বলেন, ‘যে মানুষ বিশ্বকাপে সবচেয়ে আলো ছড়িয়েছে সে হলো রাচিন রবীন্দ্র। বিশ্বকাপের আগে ইংল্যান্ডে আমি তাকে দেখেছিলাম। লর্ডসে নেমে সে অর্ডারটা ভেঙে দিয়েছিল। আমারও ধারণা ছিল যে সে খেলতে পারবে। তাকে অর্ডারের শীর্ষে সুযোগ দেয়ার পর সে তা করেও দেখিয়েছিল। আশা করছি, তার অগ্রগতি চলমান থাকবে।’
আরও পড়ুন: বাংলাদেশি পেসারদের প্রশংসায় পঞ্চমুখ কিউই কোচ
ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৩/এমএস/এমটি