বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে ম্যাথিউসের টাইমড আউট নিয়ে হয়ে গেছে নানা আলোচনা সমালোচনা। আউটের পক্ষে বিপক্ষে মত দিয়েছেন অনেক ক্রিকেট বোদ্ধা। ঘটনার পর ক্ষুব্ধ অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাই দাবি করেছিলেন, সাকিব যদি শ্রীলংকায় যায় তবে তাকে পাথর ছুড়ে মারবে সমর্থকরা। এমন কথার বিপরীতে বিবৃতি দিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের দল ‘গল টাইটান্স’।
নিজেদের ফেসবুক পেজে করা একটি বিবৃতিতে গল টাইটান্স জানায়, ‘মনে রাখবেন, একজন ব্যক্তির একক বিবৃতি সমগ্র দেশের মতামতকে প্রতিফলিত করে না। শ্রীলঙ্কানরা কখনোই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট ভক্তরা যেকোনো সময় যেকোনো দেশের একজন খেলোয়াড়কে খুব ভালোবাসার সাথে গ্রহণ করবে।’
প্রসঙ্গত, গত সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচের ২৪.২ ওভারে সাদিরা সামারাবিক্রমা আউট হলে মাঠে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে তার হেলমেটের স্ট্র্যাপ নিয়ে কোনো জটিলতা দেখা দিলে বোলারের প্রথম বল সম্মুখীন করতে প্রস্তুত ছিলেন না তিনি। অতিরিক্ত কালক্ষেপণের কারণে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আবেদন করলে অ্যাম্পায়ার তাকে টাইমড আউট ঘোষণা করেন।
সেই ঘটনার পর হয়েছে বিস্তর আলোচনা সমালোচনা। কেউ নিয়েছেন সাকিবের পক্ষ, আবার কেউ টানছেন ক্রিকেট চেতনার প্রসঙ্গ। এমন পরিস্থিতির মাঝে এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস বলেছিলেন, সাকিব যদি শ্রীলঙ্কায় যায় তবে তাকে পাথর মারা হবে। এমন মন্তব্য করে উসকে দিয়েছিলেন দুই দেশের ভক্ত সমর্থকদের।
বাংলাদেশ জাতীয় দলের সাথে অসংখ্যবার সাকিব শ্রীলঙ্কায় গিয়েছেন। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতেও নিয়মিত যাওয়া হয় শ্রীলঙ্কায়। বিশ্বকাপের আগে গল টাইটান্সের হয়ে এলপিএল খেলে এসেছেন তিনি। পাশাপাশি আগামী ফেব্রুয়ারির-মার্চে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও নিয়মিত খেলে থাকেন অসংখ্য শ্রীলঙ্কান খেলোয়াড়।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের খেলা হলে মাঠের ভেতর ও বাইরে উত্তেজনা থাকে চরমে। এমন পরিস্থিতিতে ট্রেভিং ম্যাথিউসের উসকানিমূলক কথার বিপরীতে বিবৃতি দিয়ে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেছে এলপিএলের দল গল টাইটান্স।
আরও পড়ুন: বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন ভেস্তে দিচ্ছে ইংল্যান্ড?
ক্রিফোস্পোর্টস/০৯নভেম্বর২৩/এসএস/এমটি