আইপিএলে গতকাল শুক্রবার একমাত্র ম্যাচে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এদিন বিরাট কোহলির ব্যাঙ্গালুরুকে ৭ উইকেটে হেসে খেলে হারিয়েছে কলকাতা। এই নিয়ে শেষ ছয় দেখায় পাঁচবার কলকাতা নাইট রাইটার্সের বিপক্ষে হারের স্বাদ পেল ব্যাঙ্গালুরু।
সব সময় দলে বড় নাম যুক্ত করে বেশ শক্তিশালী দল গঠন করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে তারকা সমৃদ্ধ দল নিয়েও কখনও শিরোপা জিততে না পারায় অনেকের কটুক্তিও শুনতে হয় ব্যাঙ্গালুরুকে। এবার অনেকটা প্রকাশ্যেই সেই কাজ করলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর।
এদিন ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া এক ভিডিওতে গম্ভীর বলেছেন, ‘ওরা একটা দল, যাদের আমি স্বপ্নেও হারাতে চাইতাম, তারা হল আরসিবি। ওরা সম্ভবত আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চমানের দল। একটা সময় ওদের দলে ক্রিস গেল, এ বি ডিভিলিয়ার্সের মতো বিধ্বংসী ক্রিকেটার খেলে গিয়েছে।’
তবে এমন তারকা সমৃদ্ধ দল নিয়েও কখনো আইপিএলে সাফল্য না পাওয়ায় আরসিবিকে খোঁজা দিতে দ্বিধা বোধ করেননি গম্ভীর, ‘তবে তারা একবারও ট্রফি না পেলেও এমন ভাব করত, যেন সবকিছু জিতে গিয়েছে। এই হাবভাব মেনে নিতে পারিনি। যদি আবার ক্যারিয়ারে কিছু করার সুযোগ থাকতো, তাহলে মাঠে ফিরে ব্যাঙ্গালুরুকে হারাতাম।’
উল্লেখ্য, গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দেওয়া ১৮২ রানের লক্ষ্য ১৯ বল এবং ৭ উইকেট হাতে থাকতে টপকে যায় কলকাতা নাইট রাইডার্স। জয়ের পথে কলকাতার হয়ে অর্ধশতক করেছেন ভেঙ্কাটেশ আইয়ার। অপরাজিত ৩৯ রান করে ম্যাচ শেষ করেছেন শ্রেয়াস আইয়ার। এছাড়া নিজের ৫০০তম টি-টোয়েন্টি খেলতে নেমে ঝড়ো ৪৭ রান করেন সুনীল নারিন।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্টে হাসান মাহমুদের অভিষেক
ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৪/এফএএস