Connect with us
ক্রিকেট

আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখা উচিত: গেইল

ভারতের ক্ষমতা নিয়ে কথা বললেন গেইল। ছবি- ক্রিকইনফো

ক্রিকেট আঙ্গনে ভারতের দাপট বেশ চোখে পড়ার মতো। বিশ্ব ক্রিকেটের মোড়ল দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ার এই দেশটি অন্যতম। মাঠের ক্রিকেটে যেমন দাপটের সঙ্গে খেলে থাকে ভারত, তেমনই মাঠের বাইরেও ভারতের ক্ষমতা সকলেরই জানা। ক্রিকেট বিশ্বে ভারতের সেই আধিপত্য নিয়ে কথা বলেছেন ক্যারিবিয় কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল।

সম্প্রতি ভারতের এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা ব্যাটার। ইউনিভার্স বস হিসেবে খ্যাত ক্রিস গেইল সেখানে বিভিন্ন কথার প্রসঙ্গে বলেন, ‘কেউ ভারতের ওপর কথা বলতে পারে না। ক্রিকেটটা ভারতই চালায়। কে বলবে ভারতের বিরুদ্ধে কথা? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে? কারোই নেই।’

বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্য নিয়ে যেমন কথা বলেছেন গেইল, তেমনি এই ক্ষমতা কাজে লাগিয়ে সামনে আইপিএলের আরও উন্নতি করার কথাও বলেন তিনি। বিশ্বকাপের পর আইপিএলকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই ক্যারিবিয় দানব। তিনি বলছেন বিশ্বকাপের সময় যেমন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে, আইপিএলের সময়ও তা করা উচিত।

ক্রিস গেইল বলেন, ‘বিশ্বকাপের সময় অন্য কোনো খেলা হয় না। আইপিএলের সময়ও একই হওয়া উচিত। আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সেসময় থাকলে হবে না। এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাওয়া ঠিক নয়। এর ফলে একটি দল বাড়তি সুবিধা পায়।’

তিনি আরও যোগ করেন, ‘আইপিএল যখন চলে তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা চলে যাচ্ছে। এটা ঠিক নয়। আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত। সেই সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক না। এর ফলে ভারতেরই লাভ হচ্ছে। ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে। ওরাই সুবিধা পাচ্ছে। এমন হওয়া ঠিক না।’

আরও পড়ুন: বিশ্বকাপ অভিযান শেষে সকালে দেশে ফিরবে বাংলাদেশ দল

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট