Connect with us
ক্রিকেট

ভারত-পাকিস্তানের পতাকার রং দিয়ে গেইলের বিশেষ ব্লেজার

Gayle's special blazer with India-Pakistan flag colors
ম্যাচ শুরুর আগে গেইলের সঙ্গে কোহলি ও বাবর। ছবি- সংগৃহীত

চলতি বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ ভারত-পাকিস্তানের লড়াই। এই ম্যাচকে কেন্দ্র করে বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই ক্রিকেটপাড়ায় অনেক আলোচনা চলছিল। অবশেষে আজ (রোববার) মুখোমুখি হয়েছে রোহিত-বাবরা। এই ম্যাচ দেখতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের পাশাপাশি সাবেক কিংবদন্তি ক্রিকেটাররাও হাজির হয়েছেন।

ভারত থেকে শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং এবং পাকিস্তান থেকে ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদির মতো কিংবদন্তি ক্রিকেটাররা এসেছেন। এছাড়া এই দুই দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজ থেকে কিংবদন্তি তারকা ক্রিস গেইলও এসেছেন।

তবে এদিন সবার নজর ছিল গেইলের ওপর। কেননা ভারত-পাকিস্তান মহারণকে কেন্দ্র করে একটি নজরকাড়া ব্লেজার বানিয়েছেন তিনি। যার বিশেষত্ব হলো এই ভারত-পাকিস্তানের পতাকার রং দিতে তৈরি। এটির হাতের এক পাশে ভারতের পতাকা এবং অন্য পাশে পাকিস্তানের পতাকা। আর মাঝখানের রং সাদা।

আরও পড়ুন:

» ভোরে মুখোমুখি আর্জেন্টিনা-ইকুয়েডর, খেলা দেখবেন যেভাবে

» প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে কাল মাঠে নামছে বাংলাদেশ

» টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

মাঝখানের সাদা রঙের কাপড় ব্যবহার করে এক বিশেষ বার্তা দিয়েছেন গেইল। মূলত সাদা শান্তির প্রতীক। আর ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে প্রতিযোগিতা হোক এমন বার্তাই দিয়েছেন গেইল।

এদিন নিউইয়র্কে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। আর এই ফাঁকে মাঠে অনুশীলনরত দুই দেশের ক্রিকেটারদের থেকে ব্লেজারে স্বাক্ষর করিয়ে নেন গেইল। এসময় কোহলি বাবরদের সঙ্গে অনেক হাস্যোজ্জ্বল দেখায় গেইলকে।

রবিবার (৯ জুন) টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান দলপতি বাবর আজম। কয়েক দফা বৃষ্টির পর ব্যাট করছে ভারত।

ক্রিফোস্পোর্টস/৯জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট