সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে একাই ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে হারাতে বড় ভূমিকা রাখেন আফগানিস্তানের তরুণ স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার। দুর্দান্ত এই ছন্দের সুবাদে এবার আইপিলের নিলামেও বাজিমাত করেছেন এই রহস্যময় স্পিনার।
সৌদি আরবের জেদ্দায় আজ (সোমবার) দ্বিতীয় দিনের মতো চলছে আইপিএল—২০২৫ এর মেগা নিলাম। এদিন লাঞ্চে যাওয়ার আগে শেষ সেটে ডাকা হয় গাজানফারের নাম। মাত্র ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
অবশ্য তাকে নিতে বেশ চেষ্টা করেছিল কলকাতা নাইট রাইডার্স। সর্বশেষ আসরে তারই স্বদেশী মুজিব উর রহমানের বিকল্প হিসেবে ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে তাকে কিনেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। অবশ্য গতবার তাকে নেট বোলার হিসেবে কিনতে চেয়েছিল মুম্বাই। তবে এবারের আসরে মূল দলের খেলোয়াড় হিসেবে বেশ চড়া দামেই তাকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
আরও পড়ুন:
» ওয়ার্নারের পর এবার উইলিয়ামসনও দল পেলেন না
» চমক দেখিয়ে অস্ট্রেলিয়াকে হারাল ভারত, গড়ল নতুন রেকর্ড
নিলামে দ্বিতীয় দিনে লাঞ্চের আগে বাজিমাত করেছেন ভারতীয় পেসাররা। আজকের দিনে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম পেয়েছেন ভুবনেশ্বর কুমার। ১০ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন দীপক চাহার। তাকে ৯ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছেন মুম্বাই। আকাশ দীপকে ৮ কোটি রুপিতে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।
আরেক পেসার মুকেশ কুমারকে ৮ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এছাড়া তুশার দেশপান্ডেকে ৬কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আর ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে আজ সর্বোচ্চ দাম পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। ৭ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। এছাড়া ২ কোটি ৬০ লাখ রুপিতে অজি ব্যাটার ইংলিসকে দলে নিয়ে তারা। ২ কোটি ৪০ লাখে গুজরাটে জেরাল্ড কোয়েটজে। ২ কোটি ৪০ লাখ রুপিতে চেন্নাইয়ে স্যাম কারান। ২ কোটি রুপিতে দিল্লিতে ফাফ ডু প্লেসিস এবং একই দামে পাঞ্জাবে লকি ফার্গুসন।
এদিকে নিউজিল্যান্ডের তিন তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলকে দলে নেয়নি কোনো ফ্রাঞ্চাইজি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, ভারতের পৃথ্বী শ, শারদুল ঠাকুরের মতো তারকা ক্রিকেটাররা অবিক্রীত।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৪/বিটি