Connect with us
ফুটবল

জাতীয় দলকে বিদায় বলে দিলেন জার্মান অধিনায়ক ইলকায় গুন্দোয়ান

Ilkay Gundogan
ইলকায় গুন্দোয়ান। ছবি- সংগৃহীত

ইন্সটাগ্রাম-এ এক বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন জার্মান অধিনায়ক ইলকায় গুন্দোয়ান। তুর্কিবংশীয় ফুটবলার ইলকায় গুন্দোয়ান জার্মানির হয়ে খেলেছেন দীর্ঘ ১৩ বছর, সম্প্রতি ইউরোতে জার্মানিকে নেতৃত্ব দেন এই তারকা ফুটবলার।

সোমবার ইন্সটাগ্রাম এ তিনি লেখেন, গত কয়েক সপ্তাহের ভাবনাচিন্তায় এ সিদ্ধান্তে এসেছি যে জাতীয় দলকে বিদায় বলার এটাই সময়।

বয়স এখনো ৩৩ খেলতে পারতেন আগামী বিশ্বকাপ এমন প্রত্যাশা হয়তো করেছিলেন সমর্থক এবং টিম ম্যানেজমেন্ট। কিন্তু তার এই সিদ্ধান্ত জানানোর পর তিনি আরো লেখেন, আমি দেশের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব সঙ্গী করে বিদায় নিচ্ছি, যেটা আমি অভিষেকের সময় স্বপ্নেও ভাবিনি।

আরও পড়ুন :

» পাকিস্তান টেস্টের আগে সাকিবকে নিয়ে হেড কোচের যে মন্তব্য

» বাংলাদেশে তৈরি হচ্ছে স্পোর্টস ইনস্টিটিউট, এটি কিভাবে কাজ করে?

গত দশকে জার্মানির ফুটবলে সব থেক বড় অর্জন ২০১৪ বিশ্বকাপ, যদিও সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেননি এই তারকা ফুটবলার, পিঠের চোটের কারণে খেলতে ব্যর্থ হন ২০১৪ বিশ্বকাপ। এর পর ২০১৮ এবং শেষ ২০২২ বিশ্বকাপ খেললেও অর্জন এর ঝুলি শূন্য, দুবারই বাদ পড়েন গ্রুপপর্ব থেকে।

বর্তমান খেলছেন স্পেন জায়ান্ট বার্সেলোনার হয়ে, লিগের প্রথম ম্যাচে মাঠে না নামার পর জানা যায়, তিনি খুশি নন বার্সাতে, সৌদি আরবের কোনো ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন ও শোনা যাচ্ছে প্রায়শই।

ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৪/এএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল