Connect with us
ফুটবল

ইতালির বিদায়ের রাতে কোয়ার্টার ফাইনালে উঠল জার্মানি

জার্মানি ও ইতালির পৃথক ম্যাচ। ছবি- সংগৃহীত

ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির। প্রায় তিন দশক পর ইতালিকে হারানোর স্বাদ পেয়েছে সুইসরা। একই রাতে ডেনমার্কের ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিয়েছে আরেক ইউরোপিয়ান জায়ান্ট জার্মানি।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার নকআউটের প্রথম ম্যাচে জয় পেয়েছে সুইজারল্যান্ড। দুই আর্ধে দুটি গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে তারা। ম্যাচের ৩৭ মিনিটে সুইজারল্যান্ডকে প্রথমে এগিয়ে দেন রেমো ফ্রয়লার। ওই গোলে অবদান রাখা রুবেন ভার্গাস দ্বিতীয় আর্ধের প্রথম মিনিটেই করেন আরেক গোল।

এদিন ম্যাচে ইতালির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে সুইজারল্যান্ড। প্রায় সমান সংখ্যক সময় বল দখলে রাখে উভয় দলই। তবে প্রতিপক্ষের দুর্গে ১১ দফা শট নিয়ে ইতালি পোস্টে বল রাখতে পেরেছে কেবল একবার। অপরদিকে সুইজারল্যান্ড ১৬ বার ইতালির দুর্গে শট নিয়ে চারবার বল রেখেছে পোস্টে; যার দুটি পেয়েছে সফলতা।

প্রায় ৩১ বছর পর ইতালির বিপক্ষে জয়ের স্বাদ পেল সুইজারল্যান্ড। সবশেষ ১৯৯৩ সালের বিশ্বকাপ বাছাইয়ে ১-০ গোলে জিতেছিল সুইসরা। এরপর ১১ বার মুখোমুখি হয়েও ইতালিকে হারাতে পারেনি সুইজারল্যান্ড। এদিকে ইতালি হোচট খেলেও নিজেদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে গেল বারের আরেক ফাইনালিস্ট জার্মানি।

ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচের দ্বিতীয় আর্ধে জার্মানি হয়ে দুটি গোল করেন কাই হাভার্টজ ও জামাল মুসিয়ালা। প্রথম আর্ধে গোলশূন্য বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন হাভার্টজ। এর ১৫ মিনিট বাদেই দলের হয়ে দ্বিতীয় গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে মুসিয়ালা।

ইউরোতে আজ রাতে শেষ ষোলোর ম্যাচে জর্জিয়ার মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে জার্মানি। সুইজারল্যান্ড ও জার্মানির পর শেষ আটের বাকি ছয় পজিশনের জন্য মুখোমুখি হবে রাউন্ড অব সিক্সটিনের বাকি ১২ দল। নকআউট পর্বের এই ম্যাচগুলোতে যারা জিতবে তারাই পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ শেষে ব্যাটে-বলে সেরা যারা

ক্রিফোস্পোর্টস/৩০জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল